You will be redirected to an external website

Jawan: প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি আয় ‘জওয়ান’-এর, ইতিহাস গড়লেন শাহরুখ

Jawan:-প্রথম-দিনেই-বিশ্বব্যাপী-১৫০-কোটি-আয়-‘জওয়ান’-এর,-ইতিহাস-গড়লেন-শাহরুখ

প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি আয় ‘জওয়ান’-এর

প্রথম দিনেই ১৫০ কোটি। যা প্রায় অভাবনীয়। একটা সময় গিয়েছে, শাহরুখের কেরিয়ারে পর পর ফ্লপ। অনেকে অভিনেতাকে অভিনয় ছাড়ার উপদেশও দিয়েছিলেন। তবে মাঝে চার বছরের বিরতি নিয়ে ফিরে আসেন ‘কিং খান’। একেবারে নয়া অবতারে। রোম্যান্টিক নায়কের আবরণ ছেড়ে ভরসা রাখলেন অ্যাকশনে। ফল মিলল হাতেনাতে। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পায় ‘পাঠান’। বিশ্ব জুড়ে বাণিজ্যসফল এই ছবি। তার ঠিক ন’মাসের মাথায় ‘জওয়ান’ হয়ে এলেন অভিনেতা।

৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তির দিন মধ্যরাত থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমিয়েছেন শাহরুখ অনুরাগীরা। কোনও ভাবেই ‘জওয়ান’-এর ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’-এর একটি মুহূর্তও মিস্ করতে চান না তাঁরা। অনুরাগীদের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়েছেন শাহরুখ নিজেও। ‘জওয়ান’ মুক্তির উত্তেজনায় রাতভর ঘুমোতে পারেননি অনুরাগীরা। তাঁদের সঙ্গ দিতে রাত জেগেছেন বাদশাও। অবশেষে সফল হয়েছে তাঁর রাত জাগা। সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে নজির গড়েছিল ‘পাঠান’। প্রথম দিনে ১০০ কোটি আয় করে নজির গড়ে এই ছবি। এ বার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ। জানা যাচ্ছে, জওয়ান ৭৫ কোটি আয় করেছে গোটা দেশ জুড়ে। যার মধ্যে ৬৫ কোটি হিন্দিতে। আর বাকি ৫ কোটি তামিল ও ৫ কোটি তেলুগুতে। সিনেমা-বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানান, এই ছবি ভারতের বাইরে অস্ট্রেলিয়ায় আয় করেছে ২.১১ কোটি। জার্মানিতে এই ছবির আয় ১.৩০ কোটি। নিউজিল্যান্ডে ৩৯.১৪ লাখ। ইংল্যান্ডে ২.১৩ কোটি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Akshay-Kumar-:-জন্মদিনে-সকাল-সকাল-মহাকালেশ্বর-মন্দিরে-অক্ষয় Read Next

Akshay Kumar : জন্মদিনে সকাল-সকাল...