You will be redirected to an external website

Pallavi Chatterjee:প্রসেনজিতের বোনের অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ টাকা,ফোন করে জানলেন তিনি মৃত!

Pallavi-Chatterjee:প্রসেনজিতের-বোনের-অ্যাকাউন্ট-থেকে-উধাও-৯-লাখ-টাকা,ফোন-করে-জানলেন-তিনি-মৃত!

প্রসেনজিতের বোনের অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ টাকা

পল্লবী চট্টোপাধ্যায় অভিনেতা-প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন। তিনি নাকি মৃত। তাঁর মৃত্যুর দাবি করেই অভিনেত্রী পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ ১৭ হাজার টাকা। চূড়ান্ত হেনস্থার শিকার হলেন অভিনেত্রী। গোটা ঘটনায় হতবাক তিনি।

পল্লবীর কথায়, ‘‘আমি জানতে চেয়েছি ব্যাঙ্কের কাছে আমি যদি মৃত হই, তা হলে তো আমার মৃত্যুর শংসাপত্র দেখাতে হবে। সেটা কোথায়? সদুত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতির চক্র চলছে। কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে। হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা জানতে পারছি না। আমি এই ঘটনায় আমাদের দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কাছে যেতেই পারতাম। কিন্তু এমন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থায় এই রকম প্রতারণা? আমি বিস্মিত।’’

গোটা ঘটনার পর কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। তবে ব্যাঙ্কের তরফ থেকে পল্লবীকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। ঘটনার আকস্মিকতায় টাকা আদৌ পাবেন কি না, সন্দেহ রয়েছে অভিনেত্রীর।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

কত-বেতন-পান-একেকজন-চিয়ারলিডার?-জানলে--অবাক-হয়ে-যাবেন-! Read Next

কত বেতন পান একেকজন চিয়ার...