কাপুর পরিবারে নতুন অতিথি
কিছু মাস আগেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ের জন্ম হয়েছে। ঠাকুমা হয়েছেন নিতু কাপুর। এবার পরিবারে এল নতুন অতিথি। মেয়ের পর এবার সংসারে এল ছেলে। নিতুর আনন্দ আর ধরে না। এক পোস্টে তিনি জানিয়েছেন, আরমান জৈন ও অনিশা মালহোত্রের কোল আলো করে পুত্রসন্তান এসেছে। কে আরমান জৈন জানেন? ঋষি কাপুরের নিজের বোন রিমা জৈন। রিমারই ছেলে আরমান জৈন। অর্থাৎ রণবীর কাপুরের পিসির ছেলে হলেন আরমান। তাঁর এক ভাইও রয়েছে। নাম আদর জৈন। এবার ওই কাপুর-জৈন পরিবারেই নতুন সদস্য এসেছে।
খুশির খবর শেয়ার করে নিতু লেখেন, “দাদু মনোজ আর ঠাকুমা রিমা তাঁদের নাতির আগমনে খবর জানাচ্ছে।” খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভাচ্ছা বার্তায়। নতুন বাবা-মা’কে ভালবাসা জানাচ্ছেন সকলেই। ২০২০ সালে বিয়ে করেন আরমান ও অনিশা। তাঁদের রিসেপশনে বসেছিল চাঁদের হাট। কিছুদিন আগেই অনিশার জন্য আয়োজিত হয়েছে সাধের অনুষ্ঠান। করিনা কাপুরসহ কাপুর পরিবারের বোন-দিদিরা উপস্থিত ছিলেন সেখানে। ছয় মাসের মধ্যে বাড়ির সদস্য সংখ্যা বাড়ায় দ্বিগুণ আনন্দ পরিবারে।