ঋদ্ধিমা-গৌরবের সংসারে আসছে নতুন অতিথি
কিছু দিন আগে অভিনেতা অর্জুন চক্রবর্তীর মেয়ে অবন্তিকার পাঁচ বছরের জন্মদিন উদ্যাপন করেছেন তাঁরা। নববর্ষের শুভক্ষণে নতুন অতিথি আসার খবর শোনালেন গৌরব আর ঋদ্ধিমা। ছবিতে সাদা মিষ্টি ড্রেসে ঋদ্ধিমা। আর তাঁকে আগলে জড়িয়ে দাঁড়িয়ে গৌরব। নতুন সদস্য আসার আনন্দ তাঁদের চোখেমুখে স্পষ্ট। নিজেদের এই মিষ্টি ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, “নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভ দিনে সবাইকে জানাতে চাই, আমাদের কোলে আসতে চলেছে নতুন সদস্য। সকলের আশীর্বাদ জরুরি।”
গৌরবও সেই একই ছবি পোস্ট করলেন নিজের সমাজমাধ্যমের পাতায়। ইতিমধ্যেই হবু দাদু সব্যসাচী চক্রবর্তী এবং হবু ঠাকুমা মিঠু চক্রবর্তী। এ বার খুশি দ্বিগুণ হতে চলেছে। আসতে চলেছে নতুন সদস্য। অনেক দিন ধরেই নায়িকাকে বড় পর্দায় দেখা যাচ্ছে বলে প্রশ্ন উঠছিল। তাঁকে তেমন ভাবে কোনও প্রিমিয়ার কিংবা টলিপাড়ার পার্টিতেও দেখা যায়নি। সেই সব প্রশ্নের উত্তর মিলল বৈশাখের প্রথম দিনে। এত দিন সবার চোখের আড়ালে ছিলেন তিনি। অবশেষে সত্যিটা সামনে এল।