You will be redirected to an external website

সোমবার সকালেই জিতের পরিবারে এল নতুন সদস্য,শুভেচ্ছার বন্যা বইছে নেট দুনিয়ায়

সোমবার-সকালেই-জিতের-পরিবারে-এল-নতুন-সদস্য,শুভেচ্ছার-বন্যা-বইছে-নেট-দুনিয়ায়

সোমবার সকালেই জিতের পরিবারে এল নতুন সদস্য

টলিউড সুপারস্টার জিৎ, লাইমলাইটের কেন্দ্রে থেকেও যে কীভাবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে হয় তিনি জানেন। তাঁকে নিয়ে নেই কোনও জল্পনা, নেই কোনও গসিপ। তিনি একাই রাজা। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে গুছিয়ে করছেন সংসার। আর সেই সংসারে সোমবার সকালে এল নতুন সদস্য। কয়েকদিন আগেই আবারও স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে শেয়ার করেছিলেন তিনি। প্রেগনেন্সি শুট করেছিলেন তিনি ও তাঁর কন্যও। তবে খুব দীর্ঘ হল না অপেক্ষা। জিতের স্ত্রী অন্তঃসত্ত্বা খবর পাওয়ার কয়েক ,সপ্তাহের মধ্যেই এল সুখবর। সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর শেয়ার করলেন অভিনেতা। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছার বন্যা বইছে নেট দুনিয়ায়। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই বেজায় খুশি। নতুন সদস্যকে ভালবাসায় ভরিয়ে তুলছেন সকলেই। প্রসঙ্গত জিৎ এখন ব্যস্ত তাঁর পরবর্তী ছবি মানুষ-এর কাজ নিয়ে। তারই মাঝে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো, কারণ নতুন সদস্যের আসার সময় হয়ে এসেছিল। পুজোর আগেই পরিবারে খুশির হাওয়া, আবারও বাবা হলেন জিৎ।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

‘বিগ-বস্‌-১৭’-এর-সঞ্চালনার-দায়িত্ব-কত-টাকা-পারিশ্রমিক-পাচ্ছেন-অভিনেতা? Read Next

‘বিগ বস্‌ ১৭’-এর সঞ্চালন...