You will be redirected to an external website

Alia Bhatt: ‘হৃদয় ভারাক্রান্ত…’, দাদুকে হারিয়ে ভেঙে পড়েছেন আলিয়া

Alia-Bhatt:-‘হৃদয়-ভারাক্রান্ত…’,-দাদুকে-হারিয়ে-ভেঙে-পড়েছেন-আলিয়া

ভট্ট পরিবারে শোকের ছায়া

ভট্ট পরিবারে শোকের ছায়া। প্রয়াত আলিয়া ভট্টের দাদু, সোনি রাজ়দানের বাবা নরেন্দ্র রাজ়দান। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন মুম্বইয়ের এক হাসপাতালে। ১ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন নরেন্দ্র রাজ়দান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভট্ট পরিবারে।

দাদুকে হারিয়ে শোকবিহ্বল আলিয়া। সমাজমাধ্যমের পাতায় তাঁর ‘হিরো’কে স্মরণ করে একটি পোস্ট করেন অভিনেত্রী। নরেন্দ্র রাজ়দানের একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমার দাদু, আমার হিরো। ৯৩ বছর বয়স পর্যন্ত গল্‌ফ খেলেছেন। ৯৩ বছর বয়স পর্যন্ত সব কাজকর্মও করেছেন। সব থেকে ভাল ডিমভাজা বানাতেন। সব থেকে ভাল গল্প বলতে পারতেন। ভায়োলিন বাজাতে পারতেন।

গত কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন নরেন্দ্র রাজদান। মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে এক নামী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া বাতিল করেন আলিয়া। জানা গিয়েছিল, বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি ফুসফুসে সংক্রমণের জন্য শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল তাঁর। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর পাশে ছিলেন আলিয়া, শাহীন, সোনি ও পরিবারের অন্য সদস্যেরা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রয়াত-পদ্মশ্রী-সম্মানে-ভূষিত-অভিনেত্রী-সুলোচনা-লাতকর Read Next

প্রয়াত পদ্মশ্রী সম্মানে...