You will be redirected to an external website

Abhishek Bachchan: লোকসভা ভোটে প্রার্থী হবেন অভিষক বচ্চন! রাজনীতির ময়দানে অমিতাভ-তনয়...

Abhishek-Bachchan:-লোকসভা-ভোটে-প্রার্থী-হবেন-অভিষক-বচ্চন!-রাজনীতির-ময়দানে-অমিতাভ-তনয়...

লোকসভা ভোটে প্রার্থী হবেন অভিষক বচ্চন!

বাংলা সিনেমার নায়ক-নায়িকাদের ভোটের আগে দেখা যাচ্ছে বিভিন্ন শিবিরে। কেউ পাচ্ছেন সাফল্য, কারও কপালে জুটছে ব্যর্থতা। তবে বলিউডে এই চল বহু পুরানো। কিন্তু একটা পার্থক্য রয়েছে এই দুই ইন্ডাস্ট্রিতে। বলিউডে তারকারা তাঁদের যৌবনে নয়, বরং অনেকটা দেরি করেই যোগ দিয়েছেন রাজনীতিতে। তার দৃষ্টান্ত সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের মতো তারকারা। তবে টলিউডের চিত্রটাই আলদা। ফিল্মি কেরিয়ার যে সময় ঊর্ধ্বমুখী, তখনই অভিনেতাদের দেখা গিয়েছে সক্রিয় রাজনীতিতে। যাঁর উদাহরণ হলেন দেব-নুসরত-মিমি চক্রবর্তীর মতো তারকারা। কিন্ত বলিউডের সেই পুরানো ধারাকেই কি ভাঙতে চলেছেন অভিষেক বচ্চন?

আগামী বছর লোকসভা নির্বাচন, সেই কথা মাথায় রেখেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রণকৌশল সাজাচ্ছে। শোনা যাচ্ছে, ২০২৪ এর নির্বাচনে ভোটের ময়দানে দেখা যাবে অমিতাভ-পুত্রকে। শুধু যে রাজনীতিতে যোগদান করবেন এমন নয়, সরাসরি ভোটের রাজনীতিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়েই নাকি ভোটে লড়বেন অভিষেক। ১৯৮৪ সালে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জিতেও মাত্র তিন বছরের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান বিগ বি। তবে ২০০৪ সাালে থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন। সমাজবাদী পার্টির হয়ে রাজসভার সদস্য তিনি। মায়ের দেখানো পথেই হাঁটতে চলেছেন কি না, সেই নিয়ে এখন কোনও মন্তব্য করেননি অভিষেক।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Abhishek-Bachchan:-লোকসভা-নির্বাচনে-সমাজবাদী-পার্টির-হয়ে-লড়বেন-অভিষেক Read Next

Abhishek Bachchan: লোকসভা নির্বাচনে...