You will be redirected to an external website

Abhishek Bachchan: লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে লড়বেন অভিষেক

Abhishek-Bachchan:-লোকসভা-নির্বাচনে-সমাজবাদী-পার্টির-হয়ে-লড়বেন-অভিষেক

সমাজবাদী পার্টির হয়ে লড়বেন অভিষেক

শনিবার আচমকাই শোনা যায়, রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিষেক বচ্চন। আগামী বছর লোকসভা নির্বাচন, সেই কথা মাথায় রেখেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রণকৌশল সাজাচ্ছে। গুঞ্জন, ২০২৪-এর নির্বাচনে ভোটের ময়দানে দেখা যাবে অমিতাভ-পুত্রকে। শোনা যাচ্ছিল, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে নাকি ভোটে লড়বেন জুনিয়র বচ্চন।

কানাঘুষো চলছিল, উত্তরপ্রদেশের এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াবেন অভিনেতা। অতীতে অমিতাভ বচ্চনও এই লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, বিপুল ভোটে জয়ী হন তিনি। অবশ্য মাত্র তিন বছরের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান বিগ বি। অন্য দিকে, ২০০৪ সাাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন। সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সদস্য তিনি।

অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা স্বয়ং। গোটা খবরটাকেই তিনি ভুয়ো বলেছেন। তিনি বলেন, ‘‘এটা একেবারে অসত্য, এমন কোনও কিছু হচ্ছে না।’’ অতীতে এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর রাজনীতিতে যোগদান প্রসঙ্গে বলেন, ‘‘আমার মা-বাবা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, আমি কখনই এটা করব না। আমি রাজনীতিকের চরিত্রে অভিনয় করতে পারি, তবে বাস্তব জীবনে কখনই নয়।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Parineeti-Raghav-:-দিল্লিতে-বাগ্‌দান-সেরে-রাজস্থানে-বিয়ের-তোড়জোড়,বিয়ের-আয়োজনে-ব্যস্ত-দু’জনেই Read Next

Parineeti-Raghav : দিল্লিতে বাগ্‌দা...