অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের রহস্যমৃত্যু
২২ মে সন্ধ্যায় অভিনেতার অন্ধেরির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মরদেহ। অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
মুম্বইয়ের একটি অভিজাত আবাসনের ১১ তলায় থাকতেন আদিত্য। সেখানেই বাথরুমে অচৈতন্য অবস্থায় মেলে তাঁর দেহ। দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্যপরীক্ষা করতে আসেন মায়ানগরীতে। শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। এ ছাড়াও ‘স্প্লিটসভিলা ৯’-এর মতো রিয়্যালিটি শো-তেও অংশগ্রহণ করেন। ‘কোড রেড’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো টিভি প্রোজেক্টের সঙ্গেও যুক্ত ছিলেন। এ ছাড়াও ‘ম্যায়নে গান্ধী কো নহিঁ মারা’-র মতো ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশপাশি নামজাদা প্রযোজনা সংস্থার কাস্টিংয়ের কাজও করতেন আদিত্য। মাত্র ৩২ বছরেই থমকে গেল আদিত্যের পথ চলা।