You will be redirected to an external website

পুজো শেষ হতেই অঘটন, আচমকাই দুর্ঘটনার কবলে অভিনেতা ইন্দ্রজিৎ বসু

পুজো-শেষ-হতেই-অঘটন,-আচমকাই-দুর্ঘটনার-কবলে-অভিনেতা-ইন্দ্রজিৎ-বসু

আচমকাই দুর্ঘটনার কবলে অভিনেতা ইন্দ্রজিৎ বসু

উৎসবের শেষবেলায় দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। এই মুহূর্তে তিনি ‘সাথী’ সিরিয়ালে ওম চরিত্রে অভিনয় করছেন। আচমকা কী ঘটল? নবমী পর্যন্ত নির্বিঘ্নেই কেটেছে অভিনেতার। কিন্তু দশমীর দিন ঘটল অঘটন। পায়ের উপর দিয়ে চলে গিয়েছে গাড়ি। বড়সড় কোনও চোট পাননি অভিনেতা। তবে পায়ে ব্যথা রয়েছে। সেই যন্ত্রণা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। ঠিক কী ঘটেছে? জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় ইন্দ্রজিতের সঙ্গে। তিনি জানিয়েছেন অনেকটা ভাল আছেন।

দুর্গাপুজোর জন্য চার দিন শুটিং বন্ধ ছিল। একাদশী থেকে সিরিয়াল পাড়ায় আবার শুরু হয়ে গিয়েছে শুটিং। ফলে প্রতি দিন কাজেও আসছেন এ অবস্থায়। ইন্দ্রজিৎ বলেন, “আসলে আমাদের তেমন ভাবে ব্যাঙ্কিং নেই। সুতরাং ছুটি নেওয়ার উপায় নেই। পা তো ভাঙেনি। লিগামেন্টের সমস্যা হয়েছে। ক্রেপব্যান্ডেজ জড়িয়ে রেখেছি। ব্যথার ওষুধ খাচ্ছি। পায়ের ফোলা কমলে এমআরআই করতে বলেছেন চিকিৎসক।”

‘রাশি’ সিরিয়ালের মাধ্যমে দর্শকের নজরে আসেন ইন্দ্রজিৎ। তার পর একের পর এক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দার পাশাপাশি তিনি বড় পর্দার কাজেও মন দিয়েছেন। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Hina-Khan:-হাসপাতালে-ভর্তি-হিনা-খান-?-কী-হয়েছে-অভিনেত্রীর Read Next

Hina Khan: হাসপাতালে ভর্তি হিন...