You will be redirected to an external website

রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর এ বার সুখবর শোনালেন জিৎ,দ্বিতীয় বার বাবা হতে চলেছেন জিৎ

রাজ-চক্রবর্তী-শুভশ্রী-গঙ্গোপাধ্যায়ের-পর-এ-বার-সুখবর-শোনালেন-জিৎ,দ্বিতীয়-বার-বাবা-হতে-চলেছেন-জিৎ

দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ

দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ। মা হচ্ছেন মোহনা মদনানি। পরিবারের নতুন অতিথি আসার খবর সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেতা। বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। 

দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ। মা হচ্ছেন মোহনা মদনানি। পরিবারের নতুন অতিথি আসার খবর সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেতা। বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।” মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে। নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। আর কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রয়াত-সৌমেন্দু-রায়!-৯০-এ-চলে-গেলেন-সত্যজিতের-ছবির-সিনেমাটোগ্রাফার Read Next

প্রয়াত সৌমেন্দু রায়! ৯০-...