You will be redirected to an external website

Mithun Chakraborty: প্রয়াত মিঠুন চক্রবর্তীর মা,মাকে হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Mithun-Chakraborty:-প্রয়াত-মিঠুন-চক্রবর্তীর-মা,মাকে-হারালেন-অভিনেতা-মিঠুন-চক্রবর্তী

মাকে হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বছর তিনেক আগে বাবাকে হারান মিঠুন চক্রবর্তী। এ বার মাতৃহারা হলেন অভিনেতা। জোড়াবাগানের বাড়িতে এক সময় চার ভাই বোন এবং মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন। মায়ানগরীতে তাঁর লড়াইয়ের কথা প্রায় সকলের জানা। যেমন কষ্ট করেছেন, তেমনই পেয়েছেন নাম, যশ, খ্যাতি। অভিনেতা তাঁর মা শান্তিরানি চক্রবর্তীকে নিয়ে যান মুম্বইতে। সেখানে তাঁর সঙ্গেই থাকতেন তিনি। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। এই খবর ছড়িয়ে পড়তেই চারপাশে নানা রকম বিভ্রান্তির তৈরি হয়।

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’’ যদিও কুণাল-মিঠুনের রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। অতীতে বিভিন্ন সময় একে অপরকে কড়া সমালোচনা করতে ছাড়েননি তাঁরা। তবু অভিনেতার এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ritabhari-Chakraborty:-বিদেশ-বিভুঁয়ে-দুধ-সাদা-গাউনে-দ্যুতি-ছড়ালেন-অভিনেত্রী Read Next

Ritabhari Chakraborty: বিদেশ বিভুঁয়ে দ...