You will be redirected to an external website

নতুন বৌ-কে নিয়ে বাড়ি এসেছেন অভিনেতা সৌরভ দাস,বাড়ি ফেরার সময়েই আসল চমক!

নতুন-বৌ-কে-নিয়ে-বাড়ি-এসেছেন-অভিনেতা-সৌরভ-দাস,বাড়ি-ফেরার-সময়েই-আসল-চমক!

নতুন বৌ-কে নিয়ে বাড়ি এসেছেন অভিনেতা সৌরভ দাস

শনিবার রাতে নতুন বৌ-কে নিয়ে বাড়ি এসেছেন অভিনেতা সৌরভ দাস। তারকাদের বিয়ে মানে কিছু না কিছু অভিনবত্ব থাকবে। সৌরভ এবং দর্শনা বণিকের বিয়ে নিয়েও অনেক রকমের ভাবনাচিন্তার কথা শোনা যাচ্ছিল। ১৫ ডিসেম্বর সেই ঝলকই দেখা গেল বিয়ের আসরে। নাচতে নাচতে দর্শনাকে বিয়ে করতে এলেন সৌরভ। অপেক্ষা করছিলেন অভিনেত্রী। বিয়ের পর রোম্যান্টিক গানে তাল মেলাতেও দেখা যায় নবদম্পতিকে। বিয়েতেই চমকের শেষ, ভেবেছিলেন অনেকে। কিন্তু আসল চমক দেখা গেল গিন্নিকে বাড়ি নিয়ে যাওয়ার সময়। হুড খোলা রোলস্‌ রয়েস-এ চাপিয়ে বৌকে নিয়ে ফিরলেন সৌরভ।

প্রেম বা সম্পর্ক নিয়ে কোনও কথা প্রকাশ্যে বলেননি তাঁরা। সৌরভ-দর্শনার বিয়ের কথা আচমকাই জানতে পারেন সবাই। তাঁদের বিয়ে নিয়ে নানা রকমের জল্পনা ছিল। সাবেকি সাজে বিয়ের দিন ধরা দেন বর-কনে। দর্শনার পরনে ছিল রুপোর উপর সোনার জল করা কাজের বেনারসি। আর সৌরভ পরেছিলেন সাদা পাঞ্জাবি, সঙ্গে মানানসই শাল।

বিয়ের পর যদিও নবদম্পতিকে দেখা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন এখনই তাঁদের মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই। আগামী দু’মাস শুটিংয়ের জন্য ব্যস্ত তিনি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ঐশ্বর্যাকে-আনফলো-করেছেন-শ্বশুর-অমিতাভ,নাতনি-আরাধ্যার-জন্য-কলম-ধরলেন-দাদু Read Next

ঐশ্বর্যাকে আনফলো করেছেন...