You will be redirected to an external website

Sonu Sood: শিশুর প্রাণ বাঁচাতে বিশ্বের সবচেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করলেন সোনু সুদ

Sonu-Sood:-শিশুর-প্রাণ-বাঁচাতে-বিশ্বের-সবচেয়ে-দামি-ইনজেকশনের-ব্যবস্থা-করলেন--সোনু-সুদ

বিপদে মানুষের পাশে বার বার দাঁড়ান অভিনেতা সোনু সুদ

বিপদে মানুষের পাশে বার বার দাঁড়ান অভিনেতা সোনু সুদ। এ বার এক শিশুর জীবন বাঁচানোর জন্য বিশ্বের সব চেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করলেন তিনি। সেই ইনজেকশেনর দাম ১৭ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

জয়পুরের এই শিশুটি ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ-২’ রোগে আক্রান্ত। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরোন, তা নষ্ট হওয়ার কারণেই মেরুদণ্ডের এই বিরল রোগ হয়। এই রোগের চিকিৎসা খুবই খরচসারপেক্ষ। ২২ মাসের এই শিশুটি এমনই জটিল রোগে ভুগছে।

বিভিন্ন জায়গা থেকে অর্থের ব্যবস্থা (ক্রাউডফান্ডিং) করেন অভিনেতা। মাত্র ৩ মাসের মধ্যে ৯ কোটি টাকা জোগাড় করেন তিনি। শিশুটিকে সুস্থ জীবন দান করার জন্য এ ভাবেই ১৭ কোটি টাকার ইনজেকশনের ব্যবস্থা করেন তিনি। খুবই অল্প সময়ের মধ্যে এই বড় অঙ্কের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

এর আগেও বিভিন্ন ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেতা। এই একই ভাবে চিকিৎসায় সাহায্য করে প্রায় ৯ জনের জীবন বাঁচিয়েছেন তিনি। করোনা অতিমারীর সময়ও পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ভিন রাজ্য থেকে ঘরে ফেরার ব্যবস্থা করেছিলেন। বলা ভাল, সেই সময়ে মানুষের কাজে নিজেকে সমর্পণ করেছিলেন সোনু।

উল্লেখ্য, কাজের দিক থেকে বর্তমানে ‘ফতেহ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। ছবির শুটিং শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Aishwarya-Rai-Bachchan:-হাতে-প্লাস্টার-নিয়েই-কান-চলচ্চিত্র-উৎসবে!-মুহূর্তে-লেন্সবন্দি Read Next

Aishwarya Rai Bachchan: হাতে প্লাস্টার ...