অভিনেতা বিজয়ের নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার
দক্ষিণী ইন্ডাস্ট্রির খ্যাতনামী সঙ্গীত পরিচালক এবং অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ের আকস্মিক মৃত্যু। সুরকারের চেন্নাইয়ের বাড়িত থেকেই উদ্ধার হল তাঁর ১৬ বছরের মেয়ে মীরার ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকাল ৩টের সময় মীরার অচৈতন্য দেহ উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয় তাঁকে।
বেশ কিছু দিন আগেই বিজয় চেন্নাইতে বিরাট একটি কনসার্ট করে। এ ছাড়াও খুব শীঘ্রই তাঁর ‘রথম’ ছবিটি মু্ক্তি পাওয়ার কথা ছিল। তাঁরও প্রস্তুতি চলছে জোর কদমে, এর মাঝেই এই অঘটন। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার যেতেন মীরা। সেই সময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্টও দেন। যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে মেয়ে মীরাকেই ফাতিমা তাঁর শক্তির উৎস বলেন। তাঁর জন্য কতটা গর্বিতা সে কথাও লেখেন। তবে আচমকাই এমন চরম সিদ্ধান্ত কেন নিল এই কিশোরী? চিকিৎসকদের অনুমান, বেশ কয়েকদিন ধরেই নাকি অবসাদে ভুগছিল মীরা। বিজয় ও ফতিমার মীরা ছাড়াও আরও এক কন্যা সন্তান রয়েছে যার নাম লারা।