You will be redirected to an external website

Cannes Film Festival: সবুজ শাড়িতে কান উৎসবে নজর কেড়েছেন অভিনেত্রী অনসূয়া

Cannes-Film-Festival:-সবুজ-শাড়িতে-কান-উৎসবে-নজর-কেড়েছেন-অভিনেত্রী-অনসূয়া

সবুজ শাড়িতে কান উৎসবে নজর কেড়েছেন অভিনেত্রী অনসূয়া

‘দ্য শেমলেস’ ছবিতে অনসূয়ার অভিনয় মন কেড়েছে সিনেপ্রেমীদের। এ বছরের কান উৎসবে ভারতের অন্য অভিনেত্রীরা যখন বিদেশি পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন, তখন অনসূয়াকে দেখা গিয়েছে শাড়িতেও। নিয়ন সবুজ রঙের সুতির শাড়ি পরা সেই ছবিই ছড়িয়ে পড়েছে দিকে দিকে। জায়গা করে নিয়েছে জনপ্রিয় বিজ্ঞাপনেও।

কলকাতার সুতন্বিতা চক্রবর্তী ও উজান গঙ্গোপাধ্যায়ের অনলাইন স্টোর ‘দ্য কোয়ার্কি বে’ থেকে অনসূয়া নিজেই এই শাড়িটি পছন্দ করেছেন। অনসূয়ার এই শাড়িটির নকশা করেছেন পোশাকশিল্পী সুতন্বিতা। এ বছরের কান উৎসবের জন্য তাঁর নকশা করা পোশাক অনসূয়া বেছে নিয়েছেন বলে বেশ আনন্দিত তিনি। সুতন্বিতা বলেন, ‘‘অনসূয়া মাঝেমধ্যেই আমাদের স্টোর থেকে কেনাকাটা করেন। আমাদের ওয়েবসাইটে এই শাড়িটির ছবি দেখে অনসূয়ার খুব পছন্দ হয়। তিনি আমাকে জানান, এই শাড়িটি কান উৎসবে পরতে চান। ওঁর কথা মতো আমরা শাড়িটি ওঁর কাছে পাঠিয়ে দিই। তিনি তখন গোয়ায় ছিলেন। তখনও আমরা আঁচ করতে পারিনি এত বড় কিছু হতে চলেছে। তবে অনসূয়া পুরষ্কার পাওয়ার পর আমাদের শাড়ির কদর যেন অনেক গুণ বেড়ে গেল। আমরা খুব ছোট একটি ব্র্যান্ড। 

কান উৎসবে আর পাঁচ জন ভারতীয় অভিনেত্রীর পরনের পাশ্চাত্য পোশাকগুলি নিয়ে যখন সংবাদমাধ্যমে এত রকম চর্চা হচ্ছে, তখন অনুসূয়া হঠাৎ শাড়িকেই বেছে নিলেন কেন? সুতন্বিতা বলেন, ‘‘অনুসূয়া বরাবরই শাড়ি পরতে ভালবাসেন। আর খুব সুন্দর ভাবে শাড়িটি পরেও ফেলেন। দেখে মনে হয়, তিনি শাড়ি পরে পাহাড়ও চড়ে ফেলতে পারবেন। অনুসূয়া সব সময়েই পরিবেশবান্ধব শিল্প, দেশের শিল্পকে তুলে ধরতে চেয়েছেন ওঁর ফ্যাশনে। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Fahadh-Faasil:-‘পুষ্পা-২’-ছবির-খলনায়ক,-খ্যাতনামী-তারকা-ফাহাদ-ফাসিল-এডিএইচডি-রোগে-আক্রান্ত Read Next

Fahadh Faasil: ‘পুষ্পা ২’ ছবির খল...