You will be redirected to an external website

বেনারসিতে সাবেকি সাজে প্রেমিক সৌম্যকে বিয়ে করলেন সন্দীপ্তা,টলিপাড়ায় সাজ সাজ রব

বেনারসিতে-সাবেকি-সাজে-প্রেমিক-সৌম্যকে-বিয়ে-করলেন-সন্দীপ্তা,টলিপাড়ায়-সাজ-সাজ-রব

বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর পরিকল্পনা মাফিক মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। বিয়েতে হল না কন্যাদান। মিটেছে সই সাবুদের পালা। মহিলা পুরোহিতের মতে বিয়ে সারলেন নায়িকা। বিয়েতে যে সাবেকি সাজে সাজবেন তিনি সে কথা তো আগে থেকেই স্থির করে রেখেছিলেন। তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে। পাশে ছিলেন তাঁর প্রিয় বান্ধবীরা। তাঁর বিয়ের দিন তো সকাল থেকে বৃষ্টি। ফলে এমনিতেই শীতের শহরে চারিদিকে জল। 

এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে পাঁঠার মাংস— কিছুই বাদ ছিল না। এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়। বিয়েতে সাদা রঙের কিছু পরা যাবে না বলে বাগ্‌দান পর্বের দিন সাদা লহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, সৌম্যর সঙ্গে বেশ কিছু বছরের প্রেম নায়িকার। প্রথমের দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তীকালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তাঁরা। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

শর্মিলার-জন্মদিনেই-শুরু-হল-‘পুরাতন’-এর-শুটিং,-মিলল-চরিত্রের-ঝলক Read Next

শর্মিলার জন্মদিনেই শুরু...