You will be redirected to an external website

সৌরসেনীর সঙ্গে জমিয়ে প্রেম? নিখিল জৈনের নতুন পোস্টে জল্পনা তুঙ্গে

সৌরসেনীর-সঙ্গে-জমিয়ে-প্রেম?-নিখিল-জৈনের-নতুন-পোস্টে-জল্পনা-তুঙ্গে

নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী সৌরসেনী প্রেম করছেন?

সম্প্রতি বারাণসীতে গিয়ে নিখিলের কোম্পানির জন্য বিজ্ঞাপনী শুট করতে গিয়ে নাকি সৌরসেনীকে মন দিয়েছেন নিখিল। অন্তত টলিপাড়ায় কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। আর এবার সেই ইঙ্গিতই পাওয়া গেল নিখিলের নতুন পোস্টে।নুসরতের প্রাক্তন স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী সৌরসেনী প্রেম করছেন? টলিউডে বহুদিন ধরেই এরকম গুঞ্জন চলছিলই।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ১৩ এপ্রিল সৌরসেনীর জন্মদিন। আর সেই উপলক্ষে ইনস্টাগ্রামে নিখিল সৌরসেনীকে ট্যাগ করে লিখলেন, ”শুভ জন্মদিন সৌরসেনী। তোমার মুখে এই ভাবেই সব সময় যেন হাসি লেগে থাকে। তবে অন্ধকার থেকে দূরে থেকো।”

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে মালাবদল করেন নুসরত জাহান ও নিখিল জৈন। তারপর দেশে ফিরে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। নিখিলের সঙ্গে মিলে ‘ইউভ’ নামের পোশাকের কালেকশনও লঞ্চ করেছিলেন নুসরত।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ঋদ্ধিমা-গৌরবের-সংসারে-আসছে-নতুন-অতিথি,নববর্ষে-সুখবর!-সন্তানসম্ভবা-ঋদ্ধিমা Read Next

ঋদ্ধিমা-গৌরবের সংসারে আ...