সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর
সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন তিনি। নিকাহ কিংবা সাত পাক নয়, বরং সই সাবুদ করেই বিয়ে সেরেছেন। ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য সেই সময় কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। যদিও নেতিবাচক মন্তব্যে খুব বেশি পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। ধর্মের বেড়াজাল মানতে নারাজ অভিনেত্রী। নিজেদের বিয়েতেই যেমন সেটা মেনেছেন।
সম্প্রতি ছয় দিনের কন্যা রাবিয়াকে নিয়ে ষষ্ঠী পুজো সারলেন অভিনেত্রী। সদ্যোজাতের মঙ্গলকামনায় হাজির ছিলেন স্বরা-ফাহাদের পরিবারও। হুলুদ শাড়িতে যেন মাতৃত্বের ঔজ্জ্বল্য স্বরার চোখেমুখে। বাবা ফাহাজের কোলে ঘুমিয়ে রয়েছে ছোট্ট রাবিয়া। স্বরার মেয়ের নাম রেখেছেন রাবিয়া রমা আহমেদ। নামকরণেও যেন সম্প্রীতির বার্তাই দিতে চেয়েছেন।
গত জুন মাসেই স্বরা ঘোষণা করেন, তিনি অন্তঃসত্ত্বা। রাবিয়ার জন্মের পর অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের প্রার্থনা সফল হল। একটু পাখির গুনগুন। আমাদের জীবনের শাশ্বত সত্যি। আমাদের মেয়ে রাবিয়া এই পৃথিবীর আলো দেখল।