You will be redirected to an external website

Adipurush Controversy: বিতর্কে ছবি ‘আদিপুরুষ’,একাধিক প্রেক্ষাগৃহে বাতিল হচ্ছে ‘আদিপুরুষ’ শো

একাধিক প্রেক্ষাগৃহে বাতিল হচ্ছে ‘আদিপুরুষ’ শো

টিজ়ার মুক্তি থেকে শুরু করে ট্রেলার, কখনও ছবির গল্প, কখনও আবার দৃশ্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজ়েনরা। তবে সে সব ভুলে ছবি যখন মুক্তি পেল, প্রথম দুদিনেই বক্স অফিসে পাঠানকে হারিয়ে ঝড় তোলে আদিপুরুষ। প্রতিটা প্রেক্ষাগৃহ ভর্তি ছিল দর্শকে। প্রথম দু’দিনে পাঠান ছবির আয়কে টপকে গিয়েছিল আদিপুরুষ। বিশ্বজুড়ে আড়াই কোটি টাকা পকেটে তুলেছিল ছবি নির্মাতারা। তবে সেখানেই শেষ। প্রথম দুদিন ছবির যে হারে নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়ে সর্বত্র, তার প্রভাব দেখা যায় তৃতীয় দিনের ব্যবসা থেকেই।

এরপরই তা যথাক্রমে ১০ কোটি ৪ কোটি ৩ কোটি ২ কোটি করে কমতে থাকে। তবে দুঃসংবাদ এখানেই শেষ নয়। বর্তমানে একাধিক প্রেক্ষাগৃহে দর্শক আসন অধিকাংশই শূন্য থাকছে। কোথাও ১০-১২ টা টিকিট বিক্রি হচ্ছে কোথাও আবার খুব বেশি হলে ৫০ । এভাবে একটি শো চালানো যায় না। সেই কারণে এবার বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে সরে যাচ্ছে আদিপুরুষ। প্রাথমিকভাবে চড়া দামে বিক্রি হচ্ছিল এই ছবির টিকিট। 

তবে তাতেও ভাগ্য ফিরল না আদিপুরুষ-এর। প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত এই ছবি থেকে মুখ ফেরালেন দর্শকেরা। যার ফলে প্রথম সপ্তাহতেই বড়সড় ধাক্কার মুখে পড়তে হল ছবিকে। সমস্ত ভাষাতেই কমছে দর্শক কমছে টিকিট বিক্রির সংখ্যা। যার ফলে ছবি বড়সড় ক্ষতির মুখ দেখতে পারে বলেই অনুমান করছেন সিনেবিশেষজ্ঞরা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির অধিকাংশ দৃশ্য নিয়েই বিতর্ক এখনও তুঙ্গে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ক্যানসারের-সঙ্গে-দীর্ঘ-লড়াইয়ের-অবসান-,প্রয়াত-‘মহীনের-ঘোড়াগুলি’র-বাপিদা Read Next

ক্যানসারের সঙ্গে দীর্ঘ ...