বিয়ের ১১ বছর পর বাবা হলেন তারকা রামচরণ
বাবা হলেন অভিনেতা রামচরণ। মঙ্গলবার হায়দরাবাদের নামী বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তারকার স্ত্রী উপাসনা। বিয়ের ১১ বছর পর রামচরণ এবং উপাসনার কোলে এল নতুন অতিথি। ‘আরআরআর’ ছবির নাটু নাটু’ গানের অস্কারজয়ের সুবাদে রামচরণ আজ চর্চিত বিশ্বের দরবারেও। তাঁর পিতৃত্ব লাভের সংবাদ জানানো হয় হাসাপাতালের তরফেই। একটি মেডিক্যাল বুলেটিন শেয়ার করে হাসপাতালের তরফে জানানো হয়, ‘‘২০ জুন ২০২৩ তারিখে হায়দরাবাদের জুবিলি হিলস অ্যাপোলো হাসপাতালে শ্রীমতী উপাসনা কামিনেনি কোনিডেলা এবং শ্রী রামচরণের কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা এবং সদ্যোজাত সুস্থ আছে।’’
ট্যুইটারে তিনি পোস্ট করেন, ‘‘শ্রী হনুমানজীর আশীর্বাদে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উপাসনা ও রামচরণ তাঁদের প্রথম সন্তানকে পেতে চলেছেন।’’ চলতি বছর মাদার্স ডে-তে আসন্ন মাতৃত্ব নিয়ে পোস্ট করেন উপাসনা নিজেও। দাম্পত্যের ১১ বছর পর মা হওয়া নিয়ে তিনি বলেন যে সমাজ বা সংসারের চাপে নয়। তিনি সন্তানের মা হচ্ছেন সম্পূর্ণ নিজের ইচ্ছায়।
সংবাদমাধ্যমে ইংরেজিতে এক আলাপচারিতায় তিনি অনাগত সন্তানকে সম্বোধন করেছিলেন ‘হার’ (her) বলে। বলেছিলেন “My first Jaan is Upasana. My second Jaan is my pet dog Rhyme. And my 3rd Jaan is on her way”।