প্রিয়ঙ্কার পর হলিউডের ধর্মঘটকে সমর্থন দীপিকার
‘প্রজেক্ট কে’-ই প্রথম ভারতীয় ছবি, যার আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে কমিক কন অনুষ্ঠানে। দিন কয়েক আগে শোনা গিয়েছিল, হলিউডে লেখক, চিত্রনাট্যকার ও অভিনেতাদের সম্মিলিত ধর্মঘটের জেরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল সেই পরিকল্পনায়। তবে এখন খবর, পরিকল্পনা মতোই মুক্তি পাবে ছবির প্রথম ঝলক। কিন্তু এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না ছবির অন্যতম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
ন্যায্য পারিশ্রমিকের দাবি ও কৃত্রিম মেধা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে মে মাস থেকে পথে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। দিন কয়েক আগে সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। সমষ্টিগত ভাবে ধর্মঘটের ডাক লেখক ও চিত্রনাট্যকার এবং অভিনেতাদের ইউনিয়নের। আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’-এর প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড— আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ তথা ‘এসএজি – আফট্রা’র প্রায় এক লক্ষ ৬০ হাজার সদস্য। প্রিয়ঙ্কা চোপড়া এই সংগঠনের সদস্য। দিন কয়েক আগেই তিনি সমাজমাধ্যমে ইউনিয়ন ও সহকর্মীদের পাশে আছেন, এই মর্মে সমাজমাধ্যমে নিজের সমর্থন জানান অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।
এর আগে ‘এসএজি–আফট্রা’-র তরফে সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছিল যে ধর্মঘট চলাকালীন তাঁরা সিনেমা সংক্রান্ত কোনও রকম প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সূত্রের মতে, সংগঠনের এক জন সদস্য হিসাবে সংগঠনের সিদ্ধান্তে সমর্থন জানাতেই দীপিকা নিজেকে এই অনুষ্ঠান থেকে সরিয়ে নিয়েছেন।