You will be redirected to an external website

Elvish Yadav: রেভ পার্টিতে কোথা থেকে এল সাপের বিষ?অবশেষে স্বীকার করলেন এলভিশ

Elvish-Yadav:-রেভ-পার্টিতে-কোথা-থেকে-এল-সাপের-বিষ?অবশেষে-স্বীকার-করলেন-এলভিশ

ঘণ্টাখানেকের জেরায় অবশেষে স্বীকার করলেন এলভিশ

গত কয়েক সপ্তাহ ধরে বিপাকে ‘বিগ বস্’ বিজয়ী এলভিশ যাদব। কয়েক সপ্তাহ আগে সাপের বিষ পাচার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ ওঠে, অবৈধ ভাবে আয়োজিত রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করেছেন তিনি। এলভিশ-সহ মোট সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নয়ডা পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেফতার করার পরে সম্প্রতি এলভিশকেও প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে নয়ডা পুলিশ। পুলিশের টানা জিজ্ঞাসাবাদে নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি, সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন এলভিশ।

মঙ্গলবার এলভিশকে একটানা জিজ্ঞাসাবাদ করে নয়ডা পুলিশ। রেভ পার্টি ও সাপের বিষ সংক্রান্ত প্রশ্নে নাকি ‘বিগ বস্’ তারকা জানিয়েছেন, একটি মিউজ়িক ভিডিয়ো শুট করার জন্য সাপ আনানো হয়েছিল। তবে তিনি নাকি তার সঙ্গে যুক্ত নন। এলভিশের দাবি, মিউজ়িক ভিডিয়োর শুটিংয়ের জন্য সঙ্গীতশিল্পী ফজ়িলপুরিয়া নাকি গো‌টা বিষয়টি আয়োজন করেছিলেন। রেভ পার্টি বা সাপের বিষ পাচার— কোনও কিছুর সঙ্গেই তিনি নাকি যুক্ত নন, দাবি করেছেন এলভিশ।

সাপের বিষ ছাড়াও অন্য নানা ধরনের মাদক পাচারের সঙ্গেও নাকি যুক্ত ‘বিগ বস্’ বিজয়ী। এলভিশের বিরুদ্ধে মুম্বই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা। সেই অভিযোগে তিনি দাবি করেন, অবৈধ রেভ পার্টিতে সাপের বিষ ছাড়াও নাকি অন্য ধরনের মাদকও পাচার করতেন এলভিশ। এলভিশের এই সব পাচারের প্রমাণ নাকি রয়েছে ‘বিগ বস্’-এরই অন্য এক প্রতিযোগী মনীষা রানির ফোনে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Priyanka-Chopra:-শুটিংয়ের-পাট-চুকিয়ে-নিকের-প্রায়-সব-অনুষ্ঠানে-হাজির-প্রিয়ঙ্কা! Read Next

Priyanka Chopra: শুটিংয়ের পাট চুকি...