You will be redirected to an external website

বাড়ল জ্বর, সংক্রমণের আশঙ্কা! ঐন্দ্রিলার অবস্থার আরও অবনতি

বাড়ল-জ্বর,-সংক্রমণের-আশঙ্কা!-ঐন্দ্রিলার-অবস্থার-আরও-অবনতি

ঐন্দ্রিলার অবস্থার আরও অবনতি

রয়েছে জ্বর, গতকালের থেকেও অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে বলে জানা যাচ্ছে। গত ১ নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয় অভিনেত্রীর। তাঁর বাম হাত অবশ হয়ে যায়। পাশাপাশি ঘনঘন বমি হতে থাকে তাঁর। তৎক্ষণাৎ তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানেই অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। আপাতত সেই হাসপাতালেই চিকিৎসারত রয়েছেন অভিনেত্রী। রয়েছেন ভেন্টিলেশনে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল ঐন্দ্রিলা। কিন্তু, শুক্রবার থেকেই অভিনেত্রীর শারীরিক অবস্থার আচমকা অবনতি হতে শুরু করে।

শনিবার হাসপাতাল সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে সেই মোতাবেক শুক্রবারের থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে। রয়েছে সংক্রমণ। যদিও ব্লাড টেস্টের রিপোর্ট অনুযায়ী সংক্রমণে খুব একটা বদল আসেনি। কিন্তু, তাঁর জ্বর রয়েছে। আর এই বিষয়টিই চিন্তা রাখছে চিকিৎসকদের। তাঁদের মতে, এই অবস্থায় ১০০ জ্বরও অত্যন্ত উদ্বেগের। তাঁর ওষুধপত্রেও বদল আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বলিপাড়ায়-সুখবর!-মা-হলেন-বিপাশা-বসু,-কন্যাসন্তানের-জন্ম-দিলেন-অভিনেত্রী Read Next

বলিপাড়ায় সুখবর! মা হলেন ...