You will be redirected to an external website

Aishwarya Rai Bachchan: হাতে প্লাস্টার নিয়েই কান চলচ্চিত্র উৎসবে! মুহূর্তে লেন্সবন্দি

Aishwarya-Rai-Bachchan:-হাতে-প্লাস্টার-নিয়েই-কান-চলচ্চিত্র-উৎসবে!-মুহূর্তে-লেন্সবন্দি

চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে হাতে চোট পেলেন ঐশ্বর্যা রাই বচ্চন

কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে হাতে চোট পেলেন ঐশ্বর্যা রাই বচ্চন। বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে দেখা মেলে অভিনেত্রীর। মুহূর্তে লেন্সবন্দি। তাঁর ডান হাতের প্লাস্টার নজর এড়ায়নি ছবিশিকারিদের। মায়ের হাত থেকে ব্যাগ নিয়ে সাহায্য করতে দেখা গেল আদুরে কন্যা আরাধ্যাকে। হামেশাই অভিনেত্রীর সফরসঙ্গী সে। হাতে চোট নিয়েও হাসিমুখে ছবি তুললেন অভিনেত্রী। 

তা হলে কি হাতে প্লাস্টার নিয়েই কানের রেড কার্পেটে হাঁটবেন প্রাক্তন বিশ্বসুন্দরী? উঠছে প্রশ্ন। মুম্বই বিমানবন্দরের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। ঐশ্বর্যা কী ভাবে জখম হয়েছেন, তা নিয়ে উদ্বিগ্ন দর্শক।

কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেক বারই নজর কাড়েন বলি অভিনেত্রী। তাঁর পোশাক থেকে মোহময়ী ভাবভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় রাই সুন্দরী অদ্বিতীয়। সম্প্রতি পারিবারিক গোলযোগ ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল প্রসঙ্গে বার বার শিরোনামে এসেছেন তিনি। এর মধ্যে জখম হলেন। ছবিশিকারিরা জখমের কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেননি অভিনেত্রী।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Rakhi-Sawant:-জরায়ুতে-খোঁজ-মিলল-টিউমারের!-এখন-কেমন-আছেন-রাখি-? Read Next

Rakhi Sawant: জরায়ুতে খোঁজ মিলল ...