You will be redirected to an external website

সুপারস্টার বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ঐশ্বর্য রজনীকান্ত

সুপারস্টার-বাবার-সঙ্গে-কাজ-করার-অভিজ্ঞতা-ভাগ-করে-নিলেন-ঐশ্বর্য-রজনীকান্ত

বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ঐশ্বর্য রজনীকান্ত

শুক্রবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঐশ্বর্য পরিচালিত ‘লাল সালাম’। আর তার প্রাক্কালে তিনি মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। কথা বলেছেন আসন্ন ছবি নিয়ে। এখানেই শেষ নয়, রজনী-কন্যার সাক্ষাৎকারে উঠে এসেছে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতাও। যদিও ছবির প্রেক্ষাপট নিয়ে তেমন কিছুই প্রকাশ্যে আনেননি তিনি।

ঐশ্বর্যর কথায়, “১৯৯০ সাল থেকে ১৯৯২ সালের মধ্যে ঘটা কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। সেই ঘটনাগুলিকে নিয়েই লেখা হয়েছে চিত্রনাট্য। ছবিতে ফুটে উঠেছে কিছুটা রাজনীতির কথা। কীভাবে এই বিষয়টা মানুষের আবেগের উপর প্রভাব বিস্তার করে, সেটাও ফুটে উঠেছে। ক্রিকেটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা শহরতলির গোটা ভাগ্যটাই বদলে দিয়েছে।”

ঐশ্বর্য বলেন, “একজন পরিচালক হিসেবে, তিনি তাঁর দিক থেকে সবটা আশ্বস্ত করেছেন। স্ক্রিপ্ট তো তৈরিই ছিল। আর কন্টেন্টের কারণে রীতিমতো স্ক্রিপ্টের ভিতরে একেবারে নিবিষ্ট হয়ে গিয়েছিলেন অভিনেতা। আমার প্রতি তিনি তো ভাল ছিলেন। যদিও আমার এটা বলা উচিত নয়, কারণ সেটা খারাপ শোনাবে। এমনকী তাঁর স্টারডমের জন্য আমরা কিছু বদল করি, সেটা উনি চাননি। ‘জেলার’-এর পরে এই ছবিটি মুক্তি পাচ্ছে – যেটা ‘রজনীজম’-এর উদযাপন!”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Mithun-Chakraborty:-শুটিং-চলাকালীন-অসুস্থ-অভিনেতা-মিঠুন-চক্রবর্তী,-ভর্তি-করানো-হল-কলকাতার-হাসপা Read Next

Mithun Chakraborty: শুটিং চলাকালীন অ...