কান চলচ্চিত্র উৎসব থেকে রবিবার সকালে মুম্বই ফিরেছেন ঐশ্বর্যা
ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটা এলেও ঐশ্বর্যা রাই বচ্চন যে পেশাদার, তার পরিচয় পাওয়া গিয়েছে বার বার। এ বার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যা ফের তাঁর পেশাদারিত্বের নজির রাখলেন।দিন কয়েক আগেই হাতে চোট পান অভিনেত্রী। প্লাস্টার হাতে বেঁধেই উৎসবের লাল গালিচায় হাঁটলেন বছর পঞ্চাশের প্রাক্তন বিশ্বসুন্দরী। কান চলচ্চিত্র উৎসব থেকে রবিবার সকালে মুম্বই ফিরেছেন ঐশ্বর্যা।
ঐশ্বর্যার ঘনিষ্ঠ সূত্রের খবর, গত সপ্তাহে কব্জির হাড় ভেঙে যায় তাঁর। সেই কারণেই প্লাস্টার করতে হয়েছিল। তবে কান-এর ঐতিহ্যর কথা মাথায় রেখে শারীরিক অবস্থাকে আমল না দিয়েই যান সেখানে। তাতেই আবারও স্পষ্ট হয়, তিনি কতটা পেশাদার!
কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেক বারই নজর কাড়েন বলি-অভিনেত্রী। তাঁর পোশাক থেকে মোহময়ী ভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় রাই সুন্দরী অদ্বিতীয়া। সম্প্রতি পারিবারিক গোলযোগ ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল প্রসঙ্গে বার বার শিরোনামে এসেছেন তিনি। এর মধ্যেই জখম হন তিনি।