You will be redirected to an external website

OMG 2: মুক্তি পেয়েছে ‘ওএমজি ২’ ছবির টিজ়ার,ছবির প্রস্তাব পাওয়ার পরই আমিষ ছাড়েন অক্ষয়...

OMG-2:--মুক্তি-পেয়েছে-‘ওএমজি-২’-ছবির-টিজ়ার,ছবির-প্রস্তাব-পাওয়ার-পরই-আমিষ-ছাড়েন-অক্ষয়...

মুক্তি পেয়েছে ‘ওএমজি ২’ ছবির টিজ়ার

২০১২ সালে প্রথম বার বড় পর্দায় মুক্তি পায় ‘ওহ মাই গড’ ছবিটি। অক্ষয় কুমার, পরেশ রওয়াল অভিনীত এই ছবি বক্স অফিসে সাফল্যও পায় সেই সময়। ছবিটি প্রশংসিত হয় প্রায় সব মহলেই। এ বার ১১ বছরের ব্যাবধানে মুক্তি পেতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব ‘ওএমজি ২’। গত বার অক্ষয়কে ছবিতে দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণের চরিত্রে। এ বার ছবির দ্বিতীয় পর্বে মহাকালের চরিত্রে অভিনেতা। অনেকেই জানেন, বেশ কয়েক বছর ধরে নিরমিষ খান অক্ষয়। এর শুরুটা হয় ‘ওহ মাই গড’ ছবিটির সময় থেকে। 

সম্প্রতি ‘আদিপুরুষ’ মুক্তির আগে ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাসির দাবি করেন, তিনি ছবির সংলাপ লেখার সময় জুতো খুলে লিখতে বসতেন। যদিও তাঁর এই উক্তি ছবির ভরাডুবি বাঁচাতে বিন্দুমাত্র সাহায্য করেনি। ইদানীং ছবির প্রচারের কৌশল যেমন বেড়েছে, তেমনই, লোকমুখে প্রচারের গুরুত্বও বেড়েছে। অনেক সময় লোকমুখে প্রচারের গুণেই কোনও ছবি বক্স অফিসে হিট হয়ে গিয়েছে। ছবি মুক্তির আগে প্রচারের সময়ে অভিনেতা-নির্মাতারা বিতর্ক এড়াতে নানা কথা বলেই থাকেন। তবে তাতে যে ছবির বিশেষ লাভ হচ্ছে, তেমনটা নয়। ১১ অগস্ট ‘ওএমজি ২’-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘গদর ২’ ছবিটি। এ বার দেখার বক্স অফিসে কে কাকে টেক্কা দেয়।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sidharth-Malhotra:-'বিয়ে-ঠিক-গেম-খেলার-মতো';-কিয়ারার-প্রসঙ্গ-উঠতেই-এ-কী-বললেন-সিদ্ধার্থ! Read Next

Sidharth Malhotra: 'বিয়ে ঠিক গেম খেলা...