You will be redirected to an external website

সদ্যোজাত কোলে রণবীর!৪ দিন পর হাসপাতাল ছাড়লেন আলিয়া,রওনা দিল রণলিয়ার গাড়ি

সদ্যোজাত-কোলে-রণবীর!৪-দিন-পর-হাসপাতাল-ছাড়লেন-আলিয়া,রওনা-দিল-রণলিয়ার-গাড়ি

৪ দিন পর হাসপাতাল ছাড়লেন আলিয়া

হাসপাতালের দোরগোড়ায় দাঁড়িয়ে ছবিশিকারিরা। ক্যামেরা অন হয়ে রয়েছে কখন থেকে। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে যদি এক ঝলক দেখতে পাওয়া যায় আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মেয়েকে! কিন্তু সদ্যোজাতর স্পষ্ট ছবি পায়নি কেউই।

বৃহস্পতিবার ঠিক সকাল ৯টায় চুপিসারে হাসপাতাল ছাড়লেন আলিয়া। তাঁর জন্য এইচ এন রিলায়েন্স হস্পিটালের বাইরে সময়মতো তিন-চারটি গাড়ি এসে দাঁড়ায়। কালো কাচে ঢাকা। বাইরে থেকে ক্যামেরা তাক করেও খুব একটা সুরাহা করতে পারেননি পাপারাৎজিরা। রণবীরের অস্পষ্ট ছবি পাওয়া গিয়েছে। পাপারাৎজিদের বক্তব্য, তাঁর কোলেই সদ্যোজাত ছিল। তার পরেই কাপুরদের বাড়ির দিকে রওনাও দিয়ে দেয় সেই গাড়িগুলি।

এবার তো মহা উৎসব কাপুর পরিবারে। তার নাগাল না পেলেও আভাস তো পাওয়াই যাচ্ছে। নাতনির জন্য নিশ্চয়ই গৃহপ্রবেশের বন্দোবস্ত করেছেন নীতু কাপুর, সোনি রাজদান এবং মহেশ ভাট। খুশির জোয়ারে ভাসছে ভাট-কাপুর পরিবার।

গত ৬ নভেম্বর সকালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। ইতিমধ্যেই নীতু জানিয়েছেন, মা এবং সন্তান দু'জনেই সুস্থ আছেন। এবং সদ্যোজাতর নামকরণ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এখনও নাম রাখা হয়নি নাতনির।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ওয়েব-সিরিজের-পর-এবার-বড়পর্দায়-‘তারানাথ-তান্ত্রিক’!-প্রকাশ্যে-ছবির-পোস্টার Read Next

ওয়েব সিরিজের পর এবার বড়...