You will be redirected to an external website

দুই প্রাক্তন স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের গায়ে হলুদে আমির খান!

দুই-প্রাক্তন-স্ত্রীকে-সঙ্গে-নিয়ে-মেয়ের-গায়ে-হলুদে-আমির-খান!

রাত পোহালেই আমিরকন্যা ইরা খানের বিয়ে

রাত পোহালেই আমিরকন্যা ইরা খানের বিয়ে। ইতিমধ্যেই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে আমিরের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের নানা মুহূর্ত। দেখা গেল সেজে গুজে ইরার গায়ে হলুদে হাজির হয়েছেন আমির খান, ইরার মা অর্থাৎ আমিরের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত। অন্যদিকে, ইরার গায়ে হলুদে আমিরের পাশে দেখা গেল মিস্টার পারফেকশনিস্টের আরেক প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও।

তবে ইরার হলদির ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়লেন আমির। বলিউড অভিনেতাকে নেটিজেনদের সোজা প্রশ্ন, ‘প্রেমিকা’ ফতিমা সানা শেখ কি নিমন্ত্রিত?

২০২২ সালের নভেম্বর মাসেই সম্পন্ন হয় ইরা খানের (Ira Khan) সঙ্গে নুপূর শিখরের জমজমাট বাগদান পর্ব। দুই প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণ রাওকে নিয়ে উপস্থিত ছিলেন আমির খান। মেয়ের জীবনের বিশেষ দিনে কাঁচাপাকা দাঁড়িতে, পাঠান স্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ”আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওঁরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ira-Khan:-সাধ-মেটাতে-মেয়ের-বিয়েতে-বিশেষ-আয়োজন-করলেন-আমির-খান Read Next

Ira Khan: সাধ মেটাতে মেয়ের বিয়...