You will be redirected to an external website

Tollywood: বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন অনামিকা-উদয়

Tollywood:-বিয়ের-মরশুমে-সাত-পাকে-বাঁধা-পড়লেন-অনামিকা-উদয়

বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন অনামিকা-উদয়

এবার বিয়ের মরশুমে মালাবদল করলেন টলিপাড়ার অন্যতম জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। বুধবার অর্থাৎ ২৮ জুন বিয়ে সারলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবিও। যা দেখা মাত্রই মুগ্ধ ভক্তরা। শুভেচ্ছার বন্যা বয়ে গেল পোস্টে। ভক্ত থেকে শুরু করে সেলেব, তালিকা থেকে বাদ পড়লেন না কেউই। ছিমছাম লুকে বিয়ের আসর, অনামিক ও উদয়ের পোশাক থেকে অনুষ্ঠানের থিম, হালকা রঙের ছোঁয়ায় এক অন্য মাধুর্য তৈরি করে। একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন উদয়, নতুন পথা চলা শুরু, আমরা পেড়েছি, আমাদের শুভেচ্ছা। 

চলতি মাসের শুরুতেই মিলেছিল বিয়ের খবর। আইবুড়ো ভাত খেতে দেখা গিয়েছিল জুটিকে। তবে থেকেই বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। তাঁরা জানিয়েছিলেন চলতি বছরেই বিয়ে করবেন। সেই মতোই পরিকল্পনা। আড়াই বছরের প্রেম জীবনে গোপন রাখেননি তাঁরা কিছুই। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মিলত তাঁদের পোস্ট। এই জুটিকে নিয়ে জল্পনাও ছিল তুঙ্গে। অবশেষ বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা।

যদিও জাঁকজমক করে নয়, সাদামাঠা ভাবেই বিয়ে সারবেন তাঁরা। হাজির থাকবেন কাছের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা। সম্পর্ক এগোবে আরও এক ধাপ। তেমনটাই হল। যদিও উদয়ের আগেও একজনের সঙ্গে সম্পর্ক ছিল, নাম সৃজিতা মুখোপাধ্যায়। হয়েছিল আংটি বদল। তারপর আর বিয়ে পর্যন্ত গড়ায়নি সম্পর্ক। তারপরই তাঁদ জীবনে আসেন অনামিকা। প্রথম থেকেই এই জুটিকে ভালবাসা দিয়েছে দর্শকেরা। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Srijit-Mukherjee:-অসুস্থ-সৃজিত-মুখোপাধ্যায়,-দেখতে-এলেন-মিথিলা Read Next

Srijit Mukherjee: অসুস্থ সৃজিত মুখো...