You will be redirected to an external website

কফি-আড্ডায় এ বার প্রাক্তন প্রেম নিয়ে অকপট অনন্যা,প্রেমের কথা স্বীকার করলেন অনন্যা পাণ্ডে?

কফি-আড্ডায়-এ-বার-প্রাক্তন-প্রেম-নিয়ে-অকপট-অনন্যা,প্রেমের-কথা-স্বীকার-করলেন-অনন্যা-পাণ্ডে?

কফি-আড্ডায় এ বার প্রাক্তন প্রেম নিয়ে অকপট অনন্যা

বলিপাড়ায় তাঁদের প্রেমের খবর নতুন নয়। গত কয়েক মাসে একাধিক বার একাধিক অনুষ্ঠানে সেই জল্পনাই উস্কে দিয়েছেন অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কপূর। পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে একসঙ্গে র‌্যাম্প মাতিয়েছিলেন আদিত্য এবং অনন্যা। তখন থেকেই দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছে তাঁদের সম্পর্কের রসায়ন। তার মাসখানেক পরে বিদেশের মাটিতেও ধরা পড়েছিল তাঁদের প্রেম। দেশের মাটিতে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক তেমন নেই আদিত্য ও অনন্যার। সম্প্রতি আদিত্যর সঙ্গেই জন্মদিন পালন করার জন্য মলদ্বীপে গিয়েছিলেন অনন্যা। সেখানে চর্চিত প্রেমিকের সঙ্গে ‘স্পেশাল’ হ্যালোউইন উৎসবও উদ্‌যাপন করেন অভিনেত্রী। কর্ণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজ়নের আড্ডা থেকে আদিত্য ও অনন্যার সম্পর্কের সূত্রপাত।

এখনও সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়নি সারা ও অনন্যার ‘কফি উইথ কর্ণ’-এর পর্ব। তবে তার আগে প্রকাশ্যে আসা ঝলকে দেখা যাচ্ছে, সারাকে কর্ণ প্রশ্ন করছেন, ‘‘অনন্যার কাছে এমন কী আছে, যা তোমার কাছে নেই!’’ মুহূর্তের মধ্যে মুখে দুষ্টু হাসি নিয়ে সারা উত্তর দেন, ‘‘এক জন নাইট ম্যানেজার!’’ অনুরাগীদের বুঝতে সময় লাগেনি, আদপে আদিত্যর দিকেই ইঙ্গিত করেছেন সারা। ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আদিত্যই। সারার উত্তর শুনে অনন্যার চোখমুখের অভিব্যক্তি থেকেই স্পষ্ট হয়েছিল, সম্পর্ক আর অস্বীকার করতে চান না তিনি। তবে সারাকে লজ্জায় ফেলার সুযোগ ছাড়েননি অনন্যা। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ইন্ডাস্ট্রির-কোন-ব্যক্তিকে-বিয়ে-করবেন-সাহসী-বাঙালি-অভিনেত্রী-ত্রিধা-চৌধুরী? Read Next

ইন্ডাস্ট্রির কোন ব্যক্ত...