You will be redirected to an external website

Ananya Panday: আদিত্যের গলায় মালা দিতে চলেছেন অনন্যা?অনন্যা পাণ্ডেও কি বিয়ে নিয়ে ভাবছেন?

Ananya-Panday:-আদিত্যের-গলায়-মালা-দিতে-চলেছেন-অনন্যা?অনন্যা-পাণ্ডেও-কি-বিয়ে-নিয়ে-ভাবছেন?-

আদিত্যের গলায় মালা দিতে চলেছেন অনন্যা

এই মরসুমে আরও অনেকে ছাঁদনাতলায় যাবেন বলেও স্থির করেছেন। অভিনেত্রী অনন্যা পাণ্ডেও কি বিয়ে নিয়ে ভাবছেন? আদিত্য রায় কপূরের সঙ্গে তাঁর প্রেমের জল্পনার মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা জানালেন অনন্যা।

গত বছর অভিনেত্রী কৃতি শ্যাননের দিওয়ালি উদ্‌যাপনের অনুষ্ঠানে যখন আদিত্যর সঙ্গে দেখা গিয়েছিল অনন্যাকে, তখন থেকেই গুঞ্জন ছিল তাঁদের সম্পর্কের বিষয়ে। তার পর আদিত্যের ঘনিষ্ঠ বন্ধু রণবীর কপূরও সম্পর্কে সিলমোহর দিয়ে ফেলেন। তিনি হাসতে হাসতে হাটে হাঁড়ি ভেঙে বলেছিলেন, “একটি মেয়ের প্রেমে পড়েছে আদিত্য, যাঁর নামের আদ্যক্ষর ‘অ’ দিয়ে।” এতে দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয়নি কারও।

শেষ অবধি অবশ্য আদিত্যের সঙ্গেই জুড়ে থাকতে দেখা যায় চাঙ্কি পাণ্ডের কন্যাকে। নিজমুখে তাঁরা কেউই জানাননি সম্পর্কের কথা। তবে সম্প্রতি বিয়ে নিয়ে কথা বলতে সঙ্কোচ বোধ করলেন না অভিনেত্রী। ‘লাইগার’-এর নায়িকা অনন্যা জানান, বিয়ের বয়সই হয়নি তাঁর। তবে বিয়েতে আপত্তি আছে এ কথা এক বারও বলেননি। অনন্যার কথায়, “এখনও তো অনেক ছোট আমি। অত বয়সই হয়নি যে, বিয়ে করব। এই মুহূর্তে তাই বিয়ের কোনও পরিকল্পনাও নেই।” যদিও পাত্রের বিষয়ে কিছুই বললেন না। মনে হচ্ছে, অনন্যার বিয়ের খবর পেতে আরও অনেকটাই অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jawan-Movie:-মুক্তির-আগেই-বিক্রি-হল-শাহরুখের-‘জওয়ান’-ছবির-গানের-স্বত্ব- Read Next

Jawan Movie: মুক্তির আগেই বিক্র...