টলিপাড়ায় অনির্বাণ বনাম দেব
একটি চরিত্রে, আর সেই চরিত্র নিয়েই সম্মুখ সমরে দুই পরিচালক। বিরসা দাশগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায়। দু’জনেই তৈরি করছেন ব্যোমকেশ। এ নিয়ে এর আগে হয়েছে বিস্তর লেখালিখি। বিরসা নাকি সৃজিত– এগিয়ে কে? তা নিয়েও চলেই যাচ্ছে নানা আলোচনা। বিরসার ব্যোমকেশ দেব ওদিকে সৃজিত বেছে নিয়েছেন আবার অনির্বাণ ভট্টাচার্যকে।
একদিকে এ দিন যেমন ব্যোমকেশরূপী দেবকে সামনে এনেছেন দেব-বিরসা। অন্যদিকে এ দিনই সৃজিত, অনির্বাণ ও অজিত-রূপী রাহুলের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন, ছবির শুটিং শেষ হল। সঙ্গে আবার দুই অভিনেতার প্রশংসায় পঞ্চমুক পরিচালক।
তবে প্রশ্ন হল, একই দিনে সৃজিত ও দেবের নিজেদের এই ব্যোমকেশ আপডেট কি নিছকই সমাপতন নাকি যুদ্ধ যে শুরু হয়ে গিয়েছে, তা খানিক বুঝিয়ে দেওয়া? নেটিজেন অবশ্য ভোট দিয়েছেন দ্বিতীয়টিতেই। মহাকাব্যেই যে লেখা রয়েছে, “বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী”। এ বছরই দুই ব্যোমকেশের মুক্তি। দুই পরিচালক ও অভিনেতারাও নিজেদের সবটা দিয়ে অভিনয় করেছেন।