You will be redirected to an external website

প্রতারণার শিকার অঙ্কুশ, হাতজোড় করে সতর্ক করলেন সকল অভিনেতা-অভিনেত্রীদের

প্রতারণার-শিকার-অঙ্কুশ,-হাতজোড়-করে-সতর্ক-করলেন-সকল-অভিনেতা-অভিনেত্রীদের

প্রতারণার শিকার অঙ্কুশ

বাংলা ছবিকে যে কঠিন পরিস্থিতি দিয়ে যেতে হচ্ছে, কত রকমের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলার তারকাদের, সেই ছবি সকলের সামনে আরও একবার তুলে ধরলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সিনে দুনিয়ার অন্দরমহলের যে ছবি অভিনেতা এবার সোশ্যাল মিডিয়ার পোস্টে তুলে ধরলেন, তা এক কথায় বলতে গেলে চমকে দেবে দর্শকদের। প্রতারণা, ফাঁদ, অপমান অপবাদ, লড়াই, সবটাই স্পর্শ করে গেল এই পোস্টে।

আমি হাত জোর করে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু মানুষকে অনুরোধ করছি দয়া করে সব কিছু জেনে শুনে ভুল মানুষকে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। বাইরে থেকে প্রচুর ভুলভাল মানুষরা এসে নতুন অভিনেতা অভিনেত্রীদের স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে। আর পুরনো অভিনেতাদের জালি কাগজ আর false ব্যাংক একাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে। আমি নিজে তার শিকার হয়েছি আর বাকিদেরও সাবধান করেছি। একেই হিন্দি ছবির মার্কেট একের পর এক ভয়ঙ্কর শর্ত রেখে এখানে ওয়েস্ট বেঙ্গল-এ ছবি রিলিজ করছে যেটাতে আমাদের বাংলা ছবিকে অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হচ্ছে। বাংলা বাণিজ্যিক ছবির প্রতি যে মানুষের হারানো বিশ্বাস সেটাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এমনিতেই সবাই বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার লড়াই লড়ছি সেখানে দয়া করে এই অযোগ্য মিথ্যে কিছু লোকজনদের জেনে শুনে আস্কারা দেবেন না। আর একজন পরিচালককে বলতে চাই যতদিন না আপনি একটু হলেও নাম করছেন ততদিন দয়া করে সদ্য নাম করা অভিনেতাদের অপমান করবেন না বা বিচার করবেন না। কারন আপনি এখনও সেই সদ্য নাম করা জায়গাটাতেই পৌঁছননি। ধন্যবাদ।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

রবিবার-হাসপাতালে-ভর্তি-করানো-হয়-কাজলের-মা-তনুজাকে,এখন-কেমন-আছেন-তিনি? Read Next

রবিবার হাসপাতালে ভর্তি ...