You will be redirected to an external website

আবারও এক খারাপ খবর,হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৫-এই প্রয়াত টেলি-অভিনেতা

আবারও-এক-খারাপ-খবর,হৃদরোগে-আক্রান্ত-হয়ে-মাত্র-২৫-এই-প্রয়াত-টেলি-অভিনেতা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও এক খারাপ খবর

ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও এক খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেল আরও এক তরতাজা প্রাণ। প্রয়াত হলেন হিন্দি ও তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় নাম পবন। বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। শনিবার ভোরবেলায় মৃত্যু হয়েছে তাঁর। কর্ণাটকের মান্ড্য জেলার মানুষ ছিলেন পবন। তাঁর দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে সেখানে। পরিবার সূত্রে খবর সেখানেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। হরিহরপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন পবন। 

তাঁর মৃত্যুতে হতবাক তাঁর অনুরাগীরা। এত কম বয়সে হৃদরোগে কেড়ে নিল তাঁর প্রাণ– এ খবর যেন বিশ্বাসই হচ্ছে না তাঁদের। প্রসঙ্গত, পবনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মাণ্ড্যর বিধায়ক এইচটি মঞ্জু, প্রাক্তন মন্ত্রী কেসি নারায়ণা গোদা এবং প্রাক্তন এমএএল বি প্রকাশ। এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন সকলেই।

প্রসঙ্গত, হৃদরোগ এখন আর বয়সের উপর যে নির্ভরশীল নয়, সে কথা বারেবারেই বলছেন চিকিৎসকরা। ঘুম ও খাদ্যাভাসের অনিয়ম, বেহিসেবি জীবনযাত্রা যে অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলছে সে কথা বারেবারেই মনে করিয়ে দিচ্ছেন তাঁরা। ২০২১ সালে মাত্র ৪০ বছরে মারা যান সিদ্ধার্থ শুক্লা। কিছু দিন আগেই মারা যায় নীতিশ পান্ডে। প্রয়াত হন সতীশ কৌশিকও। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Parineeti-Raghav-:-অপেক্ষা-করতে-নারাজ-রাঘব-পরিণীতি,-সেপ্টেম্বরেই-গাঁটছড়া-বাঁধছেন-যুগল Read Next

Parineeti-Raghav : অপেক্ষা করতে নার...