You will be redirected to an external website

Rakhi Sawant: জরায়ুতে খোঁজ মিলল টিউমারের! এখন কেমন আছেন রাখি ?

Rakhi-Sawant:-জরায়ুতে-খোঁজ-মিলল-টিউমারের!-এখন-কেমন-আছেন-রাখি-?

বিতর্কের আর এক নাম রাখি সবন্ত

সম্প্রতি রাখির একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রাখি। জল্পনা চলছিল, কী হয়েছে রাখির।

প্রথমে শোনা যাচ্ছিল, হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর। কিন্তু এ বার জানা যাচ্ছে, রাখির জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। রাখির প্রাক্তন স্বামী রিতেশ সিংহ এই খবর প্রকাশ্যে এনেছেন।

বুকে ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। একাধিক পরীক্ষা করার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, রাখির জরায়ুতে রয়েছে টিউমার। টিউমারের খোঁজ মেলার পরে, রাখি ক্যানসারে আক্রান্ত হতে পারেন বলেও মনে করা হচ্ছে। তবে পরীক্ষার রিপোর্ট এলে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

রাখির অসুস্থতার পর তাঁর সঙ্গে রয়েছেন প্রাক্তন স্বামী রিতেশ। রাখির জন্য তাঁর অনুরাগীদের প্রার্থনাও করতে বলেছেন তিনি। সংবাদমাধ্যমকে রিতেশ বলেছেন, ‘‘বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। ওর জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। ওর পেটে ব্যথা হচ্ছিল। চিকিৎসকেরা ক্যানসারের আশঙ্কা করছেন। পরীক্ষা হচ্ছে। চিকিৎসকেরা হয়তো অস্ত্রোপচার করবেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Monali-Thakur:-গত-১৮-দিনের-লড়াই-শেষ,প্রয়াত-হলেন-মোনালি-ঠাকুরের-মা Read Next

Monali Thakur: গত ১৮ দিনের লড়াই শ...