স্বস্তিকাকে খোঁচা অনুপম খেরের
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রবিঠাকুর সেজে ছবি পোস্ট করেছিলেন বলিউডের এই অভিনেতা। আর তারপর থেকেই হইচই বিনোদন দুনিয়ায়। একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছেন অনুপম, অন্যদিকে কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি রবীন্দ্রনাথের লুকে অনুপমকে দেখে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই কটাক্ষর কথা জানতে পেরে এবার স্বস্তিকাকে পালটা দিলেন অনুপম। এক সাক্ষাৎকারে স্বস্তিকার মন্তব্যের বিরোধিতা করে অনুপম জানান, ”রবিঠাকুরের লুকে আমার যে ছবি ভাইরাল হয়েছে তার কৃতিত্ব পুরোটাই আমার টিমের। শুনেছি আমার এই লুক অনেকের পছন্দ হয়নি। শুনেছি আমার এই লুক দেখে এক অভিনেত্রী অনেক আজেবাজে কথা বলেছেন। আমি শুধুই একটা কথাই বলতে চাই, কিছু মানুষ রয়েছে যাঁরা নেতিবাচক কাজ করেই জনপ্রিয় হতে চান। আচ্ছা, উনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখপাত্র! ওঁর এতো চিন্তা কীসের। আমি তো ওঁকে চিনিই না!”
পরনে রবি ঠাকুরের মতোই পোশাক। হেয়ারস্টাইল। সাদা দাঁড়ি-গোঁফ। অনুপমকে এমন অবতারে দেখে খানিক চমকেই গিয়েছিলেন দর্শকরা। অনেকেই এই সিনেমা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে বাঙালি হিসেবে বেজায় বিরক্ত স্বস্তিকা মুখোপাধ্যায়।
টুইটে স্বস্তিকা লিখেছেন, “কারও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করা উচিত নয়। মানুষটাকে একা ছেড়ে দিন।” যদিও টুইটে কারও নামোল্লেখ করেননি তিনি। তবে বঙ্গঅভিনেত্রীর এই পোস্ট যে অনুপম খেরকে কটাক্ষ করেই, তা ঠাহর করতে পেরেছেন নেটিজেনরা। কারণ সম্প্রতি অনুপম খেরের ‘রবীন্দ্রনাথ’ লুক প্রকাশ্যে এসেছে। যদিও অভিনেত্রীর টুইটে সায় দিয়েছেন বাঙালিরা বলছেন, ‘হ্যাঁ, নিজেদের স্বার্থের জন্য অন্তত রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত নয়’, তবে একপক্ষের মুখে আবার উলটো সুর!