You will be redirected to an external website

Anupam Roy: প্রস্মিতাকে নিয়ে মধ্য এশিয়ার কোন দেশে মধুচন্দ্রিমায় গেলেন অনুপম?

Anupam-Roy:-প্রস্মিতাকে-নিয়ে-মধ্য-এশিয়ার-কোন-দেশে-মধুচন্দ্রিমায়-গেলেন-অনুপম?

মধ্য এশিয়ার কোন দেশে মধুচন্দ্রিমায় গেলেন অনুপম?

অনুপম মাঝে একটা সময় ঢাকায় ছিলেন। প্রস্মিতার চাকরি স্টেজ শো সব কিছুই চলছিল সমানতালে। এ বার খানিক অবসর মিলতেই বেরিয়ে পড়লেন তাঁরা। দেশের মধ্যে কোথাও না গিয়ে বরং মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক দেশে গেলেন তাঁরা

অনুপম তাঁর সমাজমাধ্যমের পাতায় স্ত্রী প্রস্মিতার সঙ্গে তুরস্ক থেকে ছবি দিয়ে লেখেন, ‘‘তারকিশ হলিডে।’’ রংমিলান্তি করে পোশাক পরেন দুজনে। হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্য দিকে হলুদ টি-শার্ট ও জিন্‌স পরেছিলেন গায়ক। অনুপম ও প্রস্মিতার আলাপ-পরিচয় বহু বছরের। যদিও এত দিন ছিল কেবলই পেশাগত আলাপ। তার পর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম।

২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছেন নেটাপাড়ার একটা বড় অংশ। তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে শুরু হয় একই ঘটনা। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Adrit-Kaushambi-:-বৃহস্পতি-সন্ধ্যায়-সাত-পাকে-বাঁধা-পড়বেন-আদৃত-কৌশাম্বী! Read Next

Adrit-Kaushambi : বৃহস্পতি-সন্ধ্যা...