You will be redirected to an external website

Rupali Ganguly: বিজেপিতে যোগ দিলেন পর্দার ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়!

Rupali-Ganguly:-বিজেপিতে-যোগ-দিলেন-পর্দার-‘অনুপমা’-রূপালি-গঙ্গোপাধ্যায়!

বিজেপিতে যোগ দিলেন পর্দার ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়!

সোমবার ছিল রূপালির জন্মদিন। মুম্বইয়ের এক রেস্তরাঁয় প্রায় সারাটা রাত পার্টি করেছেন অভিনেত্রী। মঙ্গলবার সকালেই পদ্মশিবিরে নাম লিখিয়েছেন অভিনেত্রী। গত চার বছর ধরে ‘অনুপমা’ ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শক। অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার পথে রূপালি।পরনে গেরুয়া রঙের শাড়ি, তাতে পদ্মফুলের নকশা। মঙ্গলবার সকালে এই সাজেই তাঁকে দেখা গিয়েছে বিজেপি কার্যালয়ে।

রূপালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা অনুপ্রাণিত তো বটেই, পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘‘আমি আসলে উন্নয়নের এই মহা কর্মযজ্ঞে যোগ দিতে চেয়েছি। পরবর্তী কালে যা-ই করি না কেন, আপনাদের আশীর্বাদ কাম্য।’’

রূপালির বিজেপিতে যোগ দেওয়ার পর পদ্মশিবির থেকে জানানো হয়, গত চার বছর ধরে রূপালির ধারাবাহিক ‘অনুপমা’র টিআরপি, তালিকায় পয়লা নম্বরে রয়েছে। এ ছাড়াও তিনি এই মুহূর্তে ছোট পর্দার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। এর মধ্যে কঙ্গনা রানাউত ও অভিনেতা অরুণ গোভিলকে প্রার্থী করেছে বিজেপি। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Soham-Chakraborty:-গরমে-নির্বাচনী-প্রচার-করে-অসুস্থ-সোহম!-ভর্তি-হাসপাতালে Read Next

Soham Chakraborty: গরমে নির্বাচনী প...