You will be redirected to an external website

Anushka Sharma: দ্বিতীয় সন্তানের জন্মের পরেই অভিনয় ছাড়বেন অনুষ্কা! শুরু গুঞ্জন

Anushka-Sharma:-দ্বিতীয়-সন্তানের-জন্মের-পরেই-অভিনয়-ছাড়বেন-অনুষ্কা!-শুরু-গুঞ্জন

দ্বিতীয় সন্তানের জন্মের পরেই অভিনয় ছাড়বেন অনুষ্কা

শুক্রবার সকাল থেকে মায়ানগরীতে জোর চর্চা। দ্বিতীয় বার নাকি মা-বাবা হতে চলেছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। শোনা যাচ্ছে, তিন মাসের অন্ত্বঃসত্ত্বা অভিনেত্রী। মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। তার খেলার সঙ্গী আসছে নাকি। 'হিন্দুস্তান টাইম্‌স’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময় বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন। এবং পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

নায়িকার কাছ থেকে সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরনো ভিডিয়ো। যে সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। অনুষ্কা বলেছিলেন, “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।” যদিও বিয়ের পর তেমনটা হয়নি। 

ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো শুধুই সংসারে মন দেবেন নায়িকা। খবর, কোহলি দম্পতি আগের বারের মতোই এই খুশির খবর ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু দেরিতে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Swara-Bhasker:-মেয়ে-রাবিয়াকে-নিয়ে-ষষ্ঠীপুজোয়-বসলেন-স্বরা-ফাহাদ Read Next

Swara Bhasker: মেয়ে রাবিয়াকে নিয়ে...