You will be redirected to an external website

Aarbaaz Khan: বিয়ের মাত্র পাঁচ দিন আগে প্রেম নিবেদন করেন আরবাজ়!

Aarbaaz-Khan:-বিয়ের-মাত্র-পাঁচ-দিন-আগে-প্রেম-নিবেদন-করেন-আরবাজ়!

বিয়ের মাত্র পাঁচ দিন আগে প্রেম নিবেদন করেন আরবাজ়

বিয়ের পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুরাগীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আরবাজ় খানের স্ত্রী রূপটানশিল্পী সুরা খান। সেখানে একের পর এক বিয়ে সংক্রান্ত পোস্ট করছেন তিনি।

রবিবার সুরা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি পার্টিতে ভিড়ের মধ্যে রয়েছেন আরবাজ় এবং সুরা। তার পর হঠাৎ অভিনেতা মাটিতে হাঁটু গেড়ে সুরাকে প্রেম নিবেদন করলেন। হাতে ফুলের তোড়া। কিছু ক্ষণ পর সুরার হাতে আংটি পরিয়ে দিলেন আরবাজ়। অভিনেতার পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

তবে এই ভিডিয়োর বিবরণীতে সুরা আরও একটি তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্রেমপ্রস্তাবের মাত্র পাঁচ দিনের মাথায় তিনি আরবাজ়কে বিয়ে করেন। সুরা লেখেন, ‘‘১৯ তারিখে হ্যাঁ বলার পর ২৪ তারিখে বিয়ে। বিষয়টা খুবই তাড়াতাড়ি ঘটেছে।’’

২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সারেন আরবাজ় খান। বিয়ের পর সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে বন্ধনের অঙ্গীকার করলেন অভিনেতা। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের পরিচিত রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে নিকাহ্‌ সেরেছেন অভিনেতা। ৫৬ বছরেই নতুন করে দাম্পত্য জীবন শুরু করলেন আরবাজ়। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

রবীন্দ্রনাথের-চরিত্রে-অনুপম,-পঞ্জাব-কেশরী-ধর্মেন্দ্র,থাকছে-একাধিক-চমক Read Next

রবীন্দ্রনাথের চরিত্রে অ...