You will be redirected to an external website

রাজধানীতে ভরদুপুরে হেনস্থার শিকার ‘বিগ বস্’ খ্যাত অর্চনা গৌতম

রাজধানীতে-ভরদুপুরে-হেনস্থার-শিকার-‘বিগ-বস্’-খ্যাত-অর্চনা-গৌতম

রাজধানীতে ভরদুপুরে হেনস্থার শিকার ‘বিগ বস্’ খ্যাত অর্চনা গৌতম

গত বছর টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্’-এর ১৬তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী অর্চনা গৌতম। ‘বিগ বস্ ১৬’-র ঘরে অন্যান্য প্রতিযোগীর মাঝখানে নজর কেড়েছিলেন তিনি। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক ও বলিউড তারকা সলমন খানের নজরেও পড়েছিলেন অর্চনা। ‘বিগ বস্’-এর পরে ‘খতরোঁ কে খিলাড়ি’ রিয়্যালিটি শো-য়েও অংশগ্রহণ করেছেন তিনি। এই মুহূর্তে টেলিভিশনের পরিচিত মুখ হলেও রাজনৈতিক কর্মী হিসাবে নিজের তৈরি করা জায়গা খোয়াতে চান না তিনি। সেই ভাবনা থেকেই সম্প্রতি রাজধানী দিল্লিতে কংগ্রেসের দফতরে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধ বাবাও। দফতরের বাইরে দলেরই কর্মীদের হাতে হেনস্থার শিকার অর্চনা।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, দিল্লিতে কংগ্রেসের এক দফতরে বাবার সঙ্গে ঢুকছেন অর্চনা। কিন্তু পার্টি অফিসে ঢোকার মুখেই বাধা পান তাঁরা। আচমকাই তাঁদের আক্রমণ করেন কংগ্রেসের কিছু কর্মী ও সমর্থক। এমনকি ইট তুলেও তাঁকে মারতেও যান কেউ কেউ। পার্টি অফিসে আর পা রাখতে পারেননি অর্চনা। হেনস্থার শিকার হয়েছেন অর্চনার বাবাও। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে গিয়েছেন তাঁর বৃদ্ধ বাবা। তাঁর জন্য চিৎকার করে জল চাইছেন অর্চনা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Anushka-Sharma:-দ্বিতীয়-সন্তানের-জন্মের-পরেই-অভিনয়-ছাড়বেন-অনুষ্কা!-শুরু-গুঞ্জন Read Next

Anushka Sharma: দ্বিতীয় সন্তানের ...