You will be redirected to an external website

Arijit Singh: জনপ্রিয়তায় পপ তারকা টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ সিংহ

Arijit-Singh:-জনপ্রিয়তায়-পপ-তারকা-টেলর-সুইফটকে-টপকে-গেলেন-অরিজিৎ-সিংহ

পপ তারকা টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ সিংহ

১২টি গ্র্যামি রয়েছে তাঁর ঝুলিতে। তা ছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তাঁর মুকুট। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা তিনি। অন্যতম ধনী তারকাও বটে। টেলর অ্যালিসন সুইফট। বিশ্বখ্যাত পপ তারকাকে ছাড়িয়ে গেলেন বাঙালি গায়ক অরিজিৎ সিংহ। 

গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ‘ফলো’ করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিংহ। শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ। স্পটিফাইয়ে এখন তাঁর অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি। স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। তাঁর অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষের বেশি।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা। সেখান থেকে এখন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। রিয়্যালিটি শোয়ের মাধ্যমে গায়ক হিসাবে পথচলা শুরু করলেও সেই অনুষ্ঠানে নিজের ব্যর্থতায় মুষড়ে পড়েননি অরিজিৎ। নিজের প্রতিভাকে আরও শান দিয়েছেন গায়ক। তার ফলও পেয়েছেন হাতেনাতে। বলিউডের তো বটেই, এই মুহূর্তে বিশ্বেরও স্বনামধন্য গায়ক তিনি। অন্য দিকে, আপাতত নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ় ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন গায়িকা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Noble:-‘মদ্যপ’-হয়ে-বাইক-চালানোর-মাশুল!-বাইক-চালাতে-গিয়ে-পড়লেন-দুর্ঘটনার-মুখে Read Next

Noble: ‘মদ্যপ’ হয়ে বাইক চালা...