You will be redirected to an external website

Arijit Singh: হঠাৎই রেগে গেলেন অরিজিৎ সিং,কিন্তু কেন?

Arijit-Singh:-হঠাৎই-রেগে-গেলেন-অরিজিৎ-সিং,কিন্তু-কেন?-

হঠাৎই রেগে গেলেন অরিজিৎ সিং

যাকে তামাম দুনিয়া তকমা দিয়েছে দিলদরিয়ার। এ হেন অরিজিৎই এবার গেলেন রেগে? কিন্তু কেন? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে গাড়ি করে গন্তব্যে যাচ্ছেন অরিজিৎ। কিন্তু মাঝরাস্তায় হঠাৎই গাড়ি দাঁড় করাতে বাধ্য হন তিনি। গাড়ির মধ্যে থেকেই কাচ নামিয়ে অপর প্রান্তের ব্যক্তিকে জিজ্ঞসা করেন, “কত বয়স তোমার?’ সে উত্তর দেয়, ২২ বছর। এর পরেই রীতিমতো বকতে শুরু করেন অরিজিৎ। আসলে অরিজিৎ যখন যাচ্ছিলেন গাড়িতে করে ওই যুবক পিছু নিয়েছিলেন তাঁর।

এ হেন ব্যবহার মোটেও মেনে না নিয়ে তিনি ওই ব্যক্তিকে বলেন, “তোমরা তো অ্যাডাল্ট?কতবার হর্ন বাজিয়েছে? আমার সঙ্গে দেখা করবে বলে তো বাকিদের অত্যাচার করছ।” ওই ভক্তের উদ্দেশে তিনি একরাশ বিরক্তি উগরে দিয়ে ফের বলেন, “বি তুলবে তো, তোলো তোলো। ছবির জন্যই তো এতকিছু করছিলে। ছবি তোলো, কিন্তু হর্নটা বাজিও না। যেতে দাও।” নেটিজেনরা কিন্তু অরিজিতের পাশেই। একজন লিখেছেন, “ওঁদেরও ব্যক্তিগত জীবন থাকে সেটা বোঝা উচিৎ। এভাবেই বিরক্ত করলে রাগ হওয়া স্বাভাবিক।” প্রসঙ্গত, দু’দিন আগেই ভারত-প্যাক ম্যাচে পারফর্ম করেছিলেন অরিজিৎ। ম্যাচ চলাকালীন অনুষ্কা শর্মার ছবি তুলতেও দেখা যায় তাঁকে। বিরাটকে বলেন, “আই লাভ ইউ”।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sugandha-Mishra:-মা-হবেন-সুগন্ধা,-সমুদ্রসৈকতে-স্বামীর-সঙ্গে-ছবি-দিলেন-কমেডিয়ান Read Next

Sugandha Mishra: মা হবেন সুগন্ধা, স...