You will be redirected to an external website

Arijit Singh-Salman Khan: মহালয়ায় এক মঞ্চে সলমনের সঙ্গে দেখা যাবে অরিজিৎ সিংহকে!

Arijit-Singh-Salman-Khan:-মহালয়ায়-এক-মঞ্চে-সলমনের-সঙ্গে-দেখা-যাবে-অরিজিৎ-সিংহকে!

এক মঞ্চে সলমনের সঙ্গে দেখা যাবে অরিজিৎ সিংহকে

প্রায় ন’বছরের ঝামেলা। সলমন খানের বিরাগভাজন হয়ে ওঠেন অরিজিৎ সিংহ। রাতারাতি হাতছাড়া হতে শুরু করে একের পর এক ছবি। তবে এ বার সেই ঝামেলায় দাঁড়ি টেনেছেন সলমন-অরিজিৎ। যদিও এই ঘটনায় আগেই ক্ষমা চেয়েছিলেন গায়ক। কিন্তু মন গলেনি সলমনের। তবে ‘টাইগার ৩’ মুক্তির আগে যেন পুরনো মান-অভিমান ভুলতে চাইছেন বলিউডের ভাইজান। সেই কারণে সম্প্রতি তাঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন গায়ক। 

শনিবার মহালয়া। দেবীপক্ষের সূচনা। ওই দিনই এ বারের বিশ্বকাপ ক্রিকেটে আমদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। টিকিটের চাহিদা তুঙ্গে। এক দিন আগে থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে ভিড় জমাচ্ছেন দর্শক। এখন থেকেই ভারতের পতাকা হাতে গলা ফাটাচ্ছেন জনতা। খেলা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে অনুষ্ঠান শুরু হবে সাড়ে বারোটা থেকে। সেখানেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে গান গাওয়ার সুযোগ এল অরিজিতের কাছে। তিনি একা নন, শনিবার এই অনুষ্ঠানে দেখা যাবে অমিতাভ বচ্চন থেকে সলমন খানের মতো তারকাদের।

এ বার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে ১৪ তারিখের এই অনুষ্ঠানের মাধ্যমে হাই ভোল্টেজ ম্যাচের শুরুটা করতে চাইছেন বিসিসিআই। সুখবিন্দর সিংহ এবং শঙ্কর মহাদেবনরাও এ দিন পারফর্ম করবেন অরিজিতের সঙ্গে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Big-Boss-17:-নিয়ম-ভাঙল!-‘বিগ-বস্‌-১৭’-র-ঘরে-মিলল-‘ফোন’-ব্যবহারের-অনুমতি Read Next

Big Boss 17: নিয়ম ভাঙল! ‘বিগ বস্‌...