You will be redirected to an external website

ডেঙ্গিতে আক্রান্ত অরিজিৎ সিংহের স্ত্রী কোয়েল, ভর্তি বহরমপুরের হাসপাতালে

ডেঙ্গিতে-আক্রান্ত-অরিজিৎ-সিংহের-স্ত্রী-কোয়েল,-ভর্তি-বহরমপুরের-হাসপাতালে

ডেঙ্গিতে আক্রান্ত অরিজিৎ সিংহের স্ত্রী

ডেঙ্গি আক্রান্ত অরিজিৎ পত্নী কোয়েল রায় সিংহ। মুর্শিদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। জ্বর, সর্দি, কাশি উপসর্গ ছিল। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর স্বাস্থ্যপরীক্ষার রিপোর্টে ডেঙ্গির ফলাফল পজিটিভ এসেছে। পরিবার সূত্রে এখনও কিছু জানা যায়নি।

দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ। বিশ্বজোড়া খ্যাতি তাঁর। কিন্তু সাধারণ ভাবে জীবন কাটাতেই ভালবাসেন তাঁরা। তাই স্ত্রী কোয়েল এবং অরিজিৎ দু’জনকেই মুর্শিদাবাদের অলিগলিতে মাঝেমাঝেই দেখা যায়। সেখানে ছেলেদের স্কুলে ভর্তিও করেছেন তাঁরা। বেশ কিছু দিন ধরেই শরীর ভাল ছিল না গায়কের স্ত্রীর, সূত্রের খবর এমনটাই।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

-লড়াই-জারি-পুরোদমে,-পাঁচ-দিন-পর-অবশেষে-কি-বিপদ-কাটল-ঐন্দ্রিলার? Read Next

লড়াই জারি পুরোদমে, পাঁচ ...