মঞ্চে গান গাইছেন অরিজিৎ, পা ছুঁয়ে প্রণাম রণবীরের
এক জন বলিউডের সফলতম গায়ক, অন্য জন এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা। ‘চন্না মেরেয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ কিংবা ‘ইলাহি’, অথবা সাম্প্রতিক সময়ের ‘দেবা দেবা’ পর্দায় রণবীরের যেন কণ্ঠ হয়ে উঠেছেন অরিজিৎ। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি ‘অ্যানিমাল’। সেখানেও একটি প্রেমে গান ‘সাতরঙ্গা’-তে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। এক কথায় এই অভিনেতা-গায়ক জুটির যখনই মেলবন্ধ হয়েছে, শুধুই হিটের সংখ্যা বেড়েছে। এ বার চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন অরিজিৎ।
মঞ্চে গিটার বাজিয়ে রণবীরের ‘অ্যানিমাল’ ছবিরই গান গাইছেন গায়ক। সেই সময় মঞ্চে ওঠেন অভিনেতা। মঞ্চে উঠেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। অভিনেতার এমন বিনয়ে যেন খানিক অপ্রস্তুত হয়ে পড়েন গায়ক। মঞ্চের একেবারে সামনে নিয়ে যান রণবীরকে। দর্শদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানান রণবীর। তার পরই অরিজিৎ ‘চন্না মেরেয়া’ গানটি ধরতেই খানিক নেচেও দিলেন রণবীর। ফিরে যাওয়ার সময় দুই শিল্পী নতমস্তকে, হাঁটু মুড়ে একে অপরকে অভিবাদন জানালেন। দুই শিল্পীর পরস্পরের প্রতি এমন শ্রদ্ধায় আপ্লুত নেটপাড়ায়ও। উল্লেখ্যে, অরিজিতের চণ্ডীগড়ের শোতে মূলত নিজের আসন্ন ছবি ‘অ্যানিমাল’-এর প্রচারেই কাজে সেখানে যান রণবীর।