রাজস্থানে বেড়াতে গিয়েও স্কুটারে চড়েই ঘুরলেন অরিজিৎ
টলিউড ও বলিউডের বিভিন্ন ছবিতে গান গাওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে অনুষ্ঠানও করছেন তিনি। গত কয়েক বছরে খ্যাতির শিখরে পৌঁছেছেন অরিজিৎ। পাল্লা দিয়ে বেড়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও। দেশে তো বটেই, বিদেশেও তাঁর অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়ে যায় চোখের নিমেষে। সেই নিরিখে এই মুহূর্তে দেশের অন্যতম দামি সঙ্গীতশিল্পী তিনি। তা সত্ত্বেও বিলাসবহুল নয়, সাদামাঠা জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে যে ভাবে স্কুটারে চড়ে ঘোরেন তিনি, সেই মেজাজেই মরুশহর রাজস্থানেও দেখা মিলল তাঁর।
বছরের শেষে পরিবারকে নিয়ে রাজস্থানে ছুটি কাটাতে গিয়েছিলেন অরিজিৎ। স্ত্রী কোয়েল ও দুই পুত্রকে নিয়ে জয়সলমেরে ঘুরতে দেখা গিয়েছে গায়ককে। তবে আর পাঁচজন নামজাদা তারকার মতো কোনও বিলাসবহুল গাড়িতে চড়ে রাজস্থানে ঘুরতে নারাজ অরিজিৎ। সেখানে গিয়েও স্কুটি নিয়েও বেরিয়ে পড়েছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
শুধু তাই-ই নয়, সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে আরও একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোনও এক জায়গায় তাঁর স্ত্রী ও দুই ছেলের সঙ্গে বসে গল্প করছেন অরিজিৎ। তাঁর দুই ছেলে খেলতে ব্যস্ত, আর মাটিতে বসে তাঁদের সঙ্গে হাসিমুখে সময় কাটাচ্ছেন গায়ক।