You will be redirected to an external website

ন’বছর ধরে চলা বিবাদের কি অবসান? সলমনের বাড়িতে বুধবার রাতে দেখা গেল অরিজিৎকে!

ন’বছর-ধরে-চলা--বিবাদের-কি-অবসান?-সলমনের-বাড়িতে-বুধবার-রাতে-দেখা-গেল-অরিজিৎকে!

সলমনের বাড়িতে বুধবার রাতে দেখা গেল অরিজিৎকে

সলমন-অরিজিতের বিবাদের কি এ বার অবসান ঘটতে চলেছে? অরিজিৎ সিংহকে কি ক্ষমা করে দিলেন সলমন খান? এখন বলিপাড়ায় এই জল্পনাই তুঙ্গে। একটা দীর্ঘ মন কষাকষির কি অবসান ঘটতে চলেছে? এমনই নানা প্রশ্ন উঠছে। এক সময় অরিজিৎকে চিনতে অস্বীকার করেন যে সলমন, তাঁর বাড়িতেই বুধবার রাতে দেখা গেল অরিজিৎকে!

সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বুধবার রাতে অরিজিতের গাড়ি ঢুকতে দেখা যায়। নিমেষে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট করা হয় সলমন খানের একটি ফ্যান পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, ‘‘সলমনের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে?’’ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে কেউ কেউ বলছেন ‘টাইগার ৩’ এর জন্য কোনও গান গাইতে চলেছেন অরিজিৎ, কারও মতে কর্ণ জোহরের সঙ্গে যে ছবিটি করছেন সলমন সেটি নিয়েই হয়তো এই বৈঠক।

২০১৬ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সলমন ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শকাসনে বসে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন! প্রায় ঘুম চোখেই পুরস্কার গ্রহণ মঞ্চে ওঠেন অরিজিৎ। তাঁকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খানিক রসিকতা করেই সলমন জিজ্ঞেস করেন, ‘‘তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?’’ পাল্টা অরিজিৎ বলেন, ‘‘কী করব, আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।’’ সে দিন ‘তুম হি’ গানের জন্য পুরস্কার পান অরিজিৎ। 

বলিউডে ধারণা রয়েছে, সলমনকে চটিয়ে নাকি সেখানে টেকা যায় না। যদিও সেই ধারণা ভেঙেছেন অরিজিৎ। একের পর এক হিট দিয়েছেন। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার— সকলকেই কণ্ঠ দিয়েছেন গায়ক। অচিরেই দেশের পয়লা নম্বর গায়কের তকমা পেয়েছেন। তবে কি এ বার সলমনের পালা!

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Shraddha-Kapoor:-বেটিং-অ্যাপের-তদন্তে-এবার-শ্রদ্ধা-কাপুরকে-সমন-পাঠাল-ইডি Read Next

Shraddha Kapoor: বেটিং অ্যাপের তদন...